| Abrot | কোন বিষয়ে বুঝার ক্ষমতা কম, অত্যন্ত খিটখিটে ও নিষ্ঠুর। |
| Abrot | দেখতে বুড়োর মত, পেট ফুলা, নিম্ন অংশ বিশেষত পা দুটো শুষ্ক। |
| Abrot | পর্যায়ক্রমে উদরাময় ও বাত, উদরাময়ে অজীর্ন মল। |
| Abrot | পাকস্থলীটি যেন ঝুলে আছে অথবা পানির উপর ভেসে আছে এরুপ অনুভূতি। |
| Abrot | বেদনাযুক্ত প্রদাহ, বাতে ফুলে উঠার পুর্বেই আক্রান্ত স্থানে বেদনা। |
| Abrot | রোগান্তর প্রাপ্তি, যেমন উদরাময় দমনের ফলে বাত, গ্যাঁটেবাত দমনের ফলে হৃদরোগ ইত্যাদি। কোষ্ঠকাঠিন্য ও উদরাময় পর্যায়ক্রমে হয়। ভুক্তদ্রব্য হজম হয় না— সেইরূপ উদরাময় । বিশেষতঃ পায়ের দিকে শুষ্কতা সহ শিশুদের পুঁয়ে পাওয়া রোগ (আইওডি, স্যানিকি, টিউবার); দেহের চামড়া থলথলে, ভাঁজে-ভাঁজে ঝুলে থাকে (ঐ অবস্থা ঘাড়ে = নেটমিউ; স্যানিকি) পূয়ে পাওয়া (শিশুর), দুর্বল ঘাড়, মাথা সোজা করে রাখতে পারে না (ইথুজা) কেবলমাত্র নিম্নাঙ্গের শীর্ণতা । ক্ষুধা – রাক্ষুসে, ভাল আহার সত্ত্বেও শরীর অপুষ্ট হতে থাকে (আইওডি, নেট-মিউ, স্যানিকি, টিউবার) । খালধরা অথবা শূলবেদনার পর, হাত পায়ের যন্ত্রণাপূর্ণ কুঞ্চন । বাতরোগ – আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়ার আগেই অত্যন্ত যন্ত্রণা, হঠাৎ অবরুদ্ধ উদরাময় বা অন্য কোন স্রাব বন্ধ হয়ে বাত; অর্শরোগ বা আমাশয়ের সাথে পর্যায়ক্রমে বাতরোগ, গেঁটেবাত। অঙ্গ–প্রত্যঙ্গের সন্ধি – আড়ষ্ট, স্ফীত এবং সূঁচবেঁধানো যন্ত্রণা, হাতের কজি ও পায়ের গোড়ালিতে ব্যথা ও প্রদাহ, সমস্ত শরীরে ক্ষতবং অত্যন্ত বেদনা। শীতকালীন চুলকানিযুক্ত, চর্মে লাল আভাযুক্ত প্রদাহ । (এগারি) অত্যন্ত দুর্বল ও অবসন্ন, শিশুদের শরীরের ক্ষয়কারী জ্বর-শিশু দাঁড়াতে পারে না । শিশু বদমেজাজী, ক্রুদ্ধ, খিটখিটে, হতাশাযুক্ত, উগ্র, নিষ্ঠুর-নির্দয়, নির্মম কিছু করতে চায় ।মুখের আকৃতি বুড়োদের মত, ফ্যাকাসে, কোঁচকানো (ওপি)। সম্বন্ধ— ছোট ছোট (সংযুক্ত) ফোড়ায় হিপারের পরে, প্লুরিসি রোগে একোন, ব্রায়ো, প্রয়োগের পর যখন আক্রান্ত পার্শ্বে একরকম চাপবোধের জন্য শ্বাসকার্যে বাধা আসে, তখন উপযোগী । শক্তি – ৬, ৩০, ২০০। |
![এব্রোটেনাম ABROTANUM [Abrot]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHnm6-bfATtfphWii1-jhQ2VYyzorxFoZe1lOBl-ruhnBZikr2SWUYNM0uWaLdysNsLZvNsoxfmOIMABgQBSlikrP_zaB9w8h37DdnqUxtuaZ_FZoWhUDO5jkvqNmxXNVgaca80sZi-hStpRILyv-J7N2mJWzIE9ijTNBZa2x69QODQfDuyOVjlX0g/s72-c/dr%20azad%20matubber.jpg)
