| Abies-n | অন্ননালীর (Alimentary canal) নিম্নপ্রদেশে পাকস্থলীর ঠিক উপরে যেন একটি সিদ্ধ ডিম বা ডেলা আটকে আছে এরূপ অনুভূতি। |
| Abies-n | পেট ভরে খেলে বা আহারের পরই পাকাশয়ের বেদনা। |
| Abies-n | পাকস্থলীতে কষ্টদায়ক সঙ্কোচন অনুভূতি, মনে হয় যেন সবকিছু জড়িয়ে একটা ডেলা হয়ে আছে। |
| Abies-n | বুকে যেন কিছু আটকে আছে এবং কাশলে উঠে যাবে এরূপ অনুভূতি কিন্তু কাশলে কিছুই উঠে না। |
| Abies-n | সকালে ক্ষুধা থাকে না, কিন্তু বেলা দ্বিপ্রহর ও রাত্রে ভয়ানক ক্ষুধা হয়। একটি শক্তিশালী এবং দীর্ঘকালস্থায়ী ঔষধবিশেষ, নানা প্রকার রোগে ব্যবহার হয়ে থাকে, যেখানে ঔষধটির পাকস্থলীর চরিত্রগত লক্ষণগুলি বর্তমান থাকে। অধিকাংশ লক্ষণের সঙ্গে পাকস্থলীর রোগ লক্ষণযুক্ত থাকে। বয়স্কদের অজীর্ণ রোগের সঙ্গে। হৃদপিণ্ডের ক্রিয়া বৈকল্যের লক্ষণ থাকে;চা অথবা তামাক সেবনের পর। কোষ্ঠকাঠিণ্য । প্রস্রাব নালীর বাইরের দিকে বেদনা । মাথা – গরম, লালচে মুখমণ্ডল, বিষন্ন, দুপুরের দিকে ক্লান্ত, রাত্রে জাগ্রত অবস্থা, চিন্তা করতে অক্ষম । পাকস্থলী – পাকস্থলীর যন্ত্রণা সর্বদা খাবার পর দেখা দেয় ।হৃদপিণ্ডের নিকটবর্তী স্থানে পাকস্থলীর প্রান্তভাগে একটি পিণ্ডের ন্যায় অনুভূতি রোগী মনে করে ঐ অংশে একটি বড়ো এবং সিদ্ধ, শক্ত ডিম রয়েছে; পেটের উপরের অংশের একটানা হয়ে থাকা কষ্টদায়ক সঙ্কোচণ, রোগীর মনে হয় ঐ অংশের সব কিছু গিটবাঁধা। সকালের দিকে একদম খিদে থাকে না কিন্তু দুপুরের ও রাত্রে অতিরিক্ত খিদে পায়। মুখ থেকে যে বাতাস বেরিয়ে থাকে ও ঢেকুর দুর্গন্ধযুক্ত। বুক – বুকের ভিতর কিছু আটকিয়ে থাকার ন্যায় বেদনাদায়ক অনুভূতি এবং রোগী মনে করে ঐ আটকিয়ে থাকা খণ্ডটি কেশে বাইরে বার করে ফেলতে হবে; ফুসফুসে চাপবোধ। সম্পূর্ণভাবে ফুসফুস প্রসারিত করা যায় না। বৃদ্ধি, কাশির পর মুখ দিয়ে জল ওঠে। শ্বাসরুদ্ধকর অনুভূতি। শ্বাসকষ্ট; শোবার পর বাড়ে। হৃদপিণ্ডে তীব্র কেটে ফেলার ন্যায় যন্ত্রনা; হৃদপিণ্ডের কাজ ভারবোধযুক্ত এবং ধীর, নাড়ীর গতি স্বাভাবিক থেকে বেশি, অথবা কম। পিঠ – পিঠের একটি ক্ষুদ্র অংশে বেদনা। বাতজ যন্ত্রণা, অস্থি বেদনা। ঘুম – রাত্রে জেগে থাকা এবং ছটফট ভাব, তৎসহ ক্ষুধা, কুস্বপ্ন । জ্বর — শীত এবং উত্তাপ অবস্থা পর পর দেখা দেয়, পুরাতন সবিরাম জ্বর, তৎসহ পাকস্থলীর যন্ত্রণা। কমা বাড়া — খাবর পর বৃদ্ধি। সম্বন্ধ – তুলনীয়;(পাকস্থলীতে পিণ্ড-চায়না, ব্রায়ো, পালস) আরও তুলনীয়, থুজা, স্যাবাইনা, কিউপ্রেসাস (যন্ত্রণাদায়ক বদহজম), এছাড়া নাক্সভূমিকা, ক্যালি কার্ব। শক্তি — ১ম থেকে ৩০ শক্তি। |
![এবিস নাইগ্রা ABIES NIGRA [Abies-n]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4uN7ILXgKM3KERsb7daFdKNn4maidujQBcN3jZ1klmn15M8RFFjQ3aRLpk1VnyvrMpb5iVp2zItyXF5X_tpMbQY4WgIhvOnWCB2tyYcTt5DEJgD82ukmt4s430dRAjVj5CcFsXJsBrhFi-8B8po26jwpZVx63oITJi3xYP_fTDXCntcPbWjLJIXIW/s72-c/germany%20homoeopathy%20clinic.jpg)
