এসিটিকাম এসিডিয়াম ACETICUM ACIDUM [Acet-ac] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
এসিটিকাম এসিডিয়াম ACETICUM ACIDUM [Acet-ac]

এসিটিকাম এসিডিয়াম ACETICUM ACIDUM [Acet-ac]

Short Description:

Product Description

 


Acet-acমনের বিশৃঙ্খলা, রোগী নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারে না, সম্প্রতি ঘটেছে তাও ভুলে যায়।
Acet-ac মর্মবেদনার কারণে শ্বাসরোধ অনুভূতি, মেঝেতে হামাগুড়ি দেয়, প্রলাপ বকার সহিত পর্যায়ক্রমে অচৈতন্য।
Acet-ac অত্যন্ত পিপাসা, যথেষ্ট পানি পান করেও তৃপ্ত হয়না, উদরী, বহুমূত্র ও পুরাতন উদরাময়ে ঐরূপ পিপাসা দেখা যায় কিন্তু জ্বরে পিপাসা থাকেনা।
Acet-ac অত্যন্ত অবসাদ, আঘাত লাগা বা অস্ত্রেপচারের পরে।
Acet-acচিৎভাবে শুয়ে ঘুমাতে পারেনা, উপুর হয়ে শুলে ঘুম হয়।

ফ্যাকাশে, শীর্ণ ব্যক্তি, যাদের পেশী শিথিল, থলথলে, মুখমন্ডল বিবর্ণ, মামের মত (ফেরাম) ।

রক্তস্রাবদেহের প্রতিটি শ্লৈষ্মিক (Mucous) ঝিল্লীযুক্ত পথ যেমন— নাক, গলা, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, জরায়ু হতে (ফেরাম, মিলিফো), অতিরিক্ত রজোস্রাব জরায়ু থেকে, বিকল্প ঋতুস্রাব (vicarious); আঘাত জনিত নাক হতে রক্তস্রাব (আর্নিকা) হলে উপযোগী ।

শিশুদের পূঁয়ে পাওয়া ও শরীরের অন্য ক্ষয়কারী রোগ (এব্রোটে, আইওডি, স্যানিকি, টিউবার) ।

দারুণ অবসন্নতা আঘাতের পর (এসিড-সালফ); অস্ত্রোপচারের পরে মানসিক শক্ হলে; অনুভূতিলোপকারক ওষুধ প্রয়োগের পরে ।

তৃষ্ণা- প্রচুর, জ্বালাকারী, শোথরোগে, বহুমূত্ররোগে ও পুরাতন উদরাময়ে প্রচুর জলপানেও তৃষ্ণার নিবৃত্তি হয় না ।জ্বরে কিন্তু পিপাসা থাকে না ।

গর্ভাবস্থায়- টক উদ্গার ও বমন, গলা বেয়ে জলীয় পদার্থ ওঠে যাতে গলাবুক জ্বালা করে এবং দিনরাত্রি সবসময় প্রচুর লালাস্রাব (ল্যাকটিক এসি, লালাস্রাব রাত্রে বাড়ে -মার্কসল) ।

উদরাময়- প্রচুর দুর্বলতা আনে; অত্যন্ত পিপাসাসহ;—শোথ রোগে, টাইফাস জ্বরে,

যক্ষ্মারোগে—সাথে নিশাঘর্ম থাকে ।

প্রকৃত ক্রুপ— শ্বাসক্রিয়ায় সাঁইসাঁই শব্দ, কাঁশি— শ্বাস গ্রহণকালে (স্পঞ্জিয়া); শেষ অবস্থায় প্রযোজ্য ।

সিডার ভিনিগারের বাষ্প গ্রহণহেতু ক্রুপকাশি ও সাংঘাতিক ডিপথেরিয়া রোগে সাফল্য পাওয়া গেছে । চিৎ হয়ে ঘুমাতে পারে না (চিৎ হয়ে ভাল ঘুমায়—আর্স);

শ্বাসকষ্ট- উদরে শূন্যতাবোধ সহ; উপুড় হয়ে শুলে আরাম পায় (এমন-কার্ব) ।একটানা ক্ষয়কারী জ্বর, চামড়া শুকনো এবং গরম, বাঁ-গালে লাল লাল দাগ এবং নৈশঘর্মে সমস্ত দেহ ভিজে যায় ।

সম্বন্ধ অনুভূতিলোপী বাষ্পের (এমিল-নাই); কয়লা বা গ্যাসের ধোঁয়ার; ওপিয়াম ও ষ্ট্র্যামোনিয়ামের দোষঘ্ন, সিডার ভিনিগার কার্বলিক এ্যাসিডের ক্রিয়ানাশক ।

ভাল খাটে- রক্তস্রাবে সিঙ্কোনার পর; শোথরোগে ডিজিটালিসের পরে।

ইহা আর্নিকা, বেল, ল্যাকে ও মার্কসলের লক্ষণসমূহ বিশেষতঃ বেলেডোনা হতে উৎপন্ন শিরঃপীড়ার বৃদ্ধি করে ।

শক্তি-৩, ৬, ৩০, ২০০।