Spongia Tosta (spong) স্পোঞ্জিয়া ষ্টোস্টা
পরিচয়ঃ সমুদ্রজলে প্রাপ্তব্য স্পঞ্জ নামক পদার্থ ।তুরস্ক দেশের এক প্রকার স্পঞ্জ সিদ্ধ করিয়া ইহার টিংচার প্রস্তুত করা হয় ।
ধাতুগত বৈশিষ্ট্যঃ গৌরবর্ণ নারী, শিশু যাহাদের মাংশপেশী ঢিলা, মুখমন্ডল ফোলা ফোলা। টিউবাকিউলার ধাতু, গ্রন্থি ফোলা। রোগীর শ্বাস যন্ত্রের বিবিধ পীড়া লেগেই থাকে।
Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।
ক্রিয়ানাশকঃক্যাম্ফর।
- শ্বাসকষ্ট এবং বুক ধড়ফড়ানি।
- বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ (করাত দিয়া কাঠ কাটার ন্যায় শব্দ) ।
- নিদ্রাকালে বৃদ্ধি-বিশেষত শ্বাসকষ্ট নিদ্রাকালে বৃদ্ধি।
- ঠান্ডা ও মুক্ত বাতাস সর্বদাই পছন্দ করে।
ঘুংড়ি কাশির সহিত উচ্চজ্বর থাকিলে স্পঞ্জিয়া ব্যবহার না করে একোনাইট প্রযোজ্য। ইহার পর স্পঞ্জিয়া প্রয়োজন হয়। অর্থাৎ জ্বর কমিলে এবং কাশি বাড়িলে,শ্বাস প্রশ্বাসের কষ্ট হইলে স্পঞ্জিয়া ঘন ঘন প্রয়োগ করা উচিৎ। স্পঞ্জিয়া প্রয়োগে কাশি সরল হইয়া আসিলে-হিপার প্রয়োগে প্রায় রোগী সম্পূর্ণ আরোগ্য হইয়া থাকে। হিপারে কোন কাজ না হইলে ব্রোমিয়াম বা আয়োডাম প্রযোজ্য। গলগন্ড রোগে স্পঞ্জিয়া চমৎকার ঔষধ; কিন্ত বুদ্ধির জড়তাসহ গলগন্ড রোগে ল্যাপিস-অ্যালবা অধিকতর উপযোগী।
কাতরতাঃ
গরমকাতর (দ্বিতীয় গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]
শীতকাতর (তৃতীয় গ্রেড): [James Tyler Kent]
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি) ।
- এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-সিফিলিটিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-টিউবারকুলার (প্রথম গ্রেড)
মূল কথাঃ
- সাধারণত হৃদপিন্ডকে কেন্দ্র করিয়া লক্ষণরাজী প্রকাশ পায়।
- শ্বাসকষ্ট এবং বুক ধড়ফড়ানি।
- বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ।
- শ্বাসকষ্ট এবং সাঁই সাঁই শব্দ থাকা চাই-ই চায়।
- সর্বদাই ঠান্ডা ও মুক্ত বাতাস পছন্দ।
- গরম খাদ্য খেলে কাশি কমে।
- ডান পার্শ্ব অধিক আক্রান্ত হয়।
- হৃদপিন্ডে বেদনা এবং উহাতে পূর্ণভাব, শ্বাসকষ্ট, বুকে সাঁই সাঁই শব্দ, মৃত্যুভীতি, অস্থিরতা এবং ভবিষ্যত সর্ম্পকে অমঙ্গলের ভীতি ।
- পীড়ার আক্রমণ এবং ক্রমবর্ধমান গতি অতি ধীর।
- পীড়াসমূহ নিদ্রাকালে বৃদ্ধি পায় (ল্যাকেসিস, এপিস, সালফার, ওপিয়াম)।
- নিদ্রাকালে হঠাৎ শ্বাস বন্ধ হইবার উপক্রম হয় এবং তাড়াতাড়ি উঠিয়া বসে, মনে হয় এখনই দম বন্ধ হবে।
ব্যবহারস্থলঃ হাঁপানি, ঘুংড়িকাশি, ব্রঙ্কাইটিস, ধমনীর অর্বুদ, মুর্চ্ছা, গলগন্ড, হৃদপিন্ডের কাঠিন্য, অন্ত্রবৃদ্ধি, অন্ডকোষ প্রদাহ, একশিরা, ক্ষয়কাশ, ক্রিমি ইত্যাদি পীড়ায় ব্যবহার্য্।
ক্রিয়াস্থলঃ বায়ুনলী ও স্বরনলী ইহার প্রধান ক্রিয়াকেন্দ্র। ইহা দ্বারা স্বরনলী সঙ্কুচিত হয়, অন্ডকোষ স্ফীত ও শক্ত হয়। হৃদযন্ত্রের উপরও ইহার ক্রিয়া আছে ।
উপশম/হ্রাসঃ সম্মুখে ঝুঁকিলে উপশম; চিৎ হইয়া শয়নে উপশম, মাথা নিচু করে থাকলে উপশম ।
বৃদ্ধিঃ রোগ লক্ষণ রাত্রি দুই প্রহরের পর বৃদ্ধি, শীতল বায়ু ও পূর্নিমার সময় বৃদ্ধি, ডান পার্শ্বে শয়নে বৃদ্ধি, মিষ্টান্ন ভোজনে বৃদ্ধি, কাশি নিদ্রাকালে এবং নিদ্রার পরে বৃদ্ধি, সিঁড়িতে চড়িলে, চাপে, কথা বলিলে, গান গাহিলে বৃদ্ধি ।
ক্রিয়া স্থিতিকালঃ ২১ দিন।
(Inimical food) ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য: দুগ্ধ, চর্বি, তামাক, মাখন ।
লক্ষণ সূত্রঃ এম,
ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৭৬৮, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৬০২, উইলিয়াম বোরিক:
পৃষ্ঠা-৪২৩, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৪১২, অতুল কৃষ্ণ দত্ত:
পৃষ্ঠা-৮২৭, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-৩৯৭, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৭১০,
ই. বি ন্যাশ: পৃষ্ঠা-৫৬৫, জে এম মিত্র: পৃষ্ঠা-৭১৩, এস কে সাহা:
পৃষ্ঠা-৪৫৪, এইচ. সি এলেন: পৃষ্ঠা-২৬২ ।
HOMŒOPATHIC MATERIA MEDICA
by William BOERICKE, M.D.
Presented by Médi-T
A remedy especially marked in the symptoms of the respiratory organs, cough, croup, etc. Heart affections and often indicated for the tubercular diathesis. Children with fair complexion, lax fiber; swollen glands. Exhaustion and heaviness of the body after slight exertion, with orgasm of blood to chest, face. Anxiety and difficult breathing.
Mind.--Anxiety and fear. Every excitement increases the cough.
Head.--Rush of blood; bursting headache; worse, forehead.
Eyes.--Watering; gummy or mucus discharge.
Nose.--Fluent coryza, alternating with stoppage. Dryness; chronic, dry, nasal catarrh.
Mouth.--Tongue dry and brown; full of vesicles.
Throat.--Thyroid gland swollen. Stitches and dryness. Burning and stinging. Sore throat; worse after eating sweet things. Tickling causes cough. Clears throat constantly.
Stomach.--Excessive thirst, great hunger. Cannot bear tight clothing around trunk. Hiccough.
Male.--Swelling of spermatic cord and testicles, with pain and tenderness. Orchitis. Epididymitis. Heat in parts.
Female.--Before menses, pain in sacrum, hunger, palpitation. During menses, wakes with suffocative spells (Cupr; Iod; Lach). Amenorrhœa, with asthma (Puls).
Respiratory.--Great dryness of all air-passages. Hoarseness; larynx dry, burns, constricted. Cough, dry, barking, croupy; larynx sensitive to touch. Croup; worse, during inspiration and before midnight. Respiration short, panting, difficult; feeling of a plug in larynx. Cough abates after eating or drinking, especially warm drinks. The dry, chronic sympathetic cough or organic heart disease is relieved by Spongia (Naja). Irrepressible cough from a spot deep in chest, as if raw and sore. Chest weak; can scarcely talk. Laryngeal phthisis. Goitre, with suffocative spells. Bronchial catarrh, with wheezing, asthmatic cough, worse cold air, with profuse expectoration and suffocation; worse, lying with head low and in hot room. Oppression and heat of chest, with sudden weakness.
Heart.--Rapid and violent palpitation, with dyspnœa; cannot lie down; also feels best resting in horizontal position. Awakened suddenly after midnight with pain and suffocation; is flushed, hot, and frightened to death (Acon). Valvular insufficiency. Angina pectoris; faintness, and anxious sweat. Ebullition of blood, veins distended. Surging of heart into chest, as if it would force out upward. Hypertrophy of heart, especially right, with asthmatic symptoms.
Skin.--Swelling and induration of glands; also exophthalmic; cervical glands swollen with tensive pain on turning head, painful on pressure; Goitre. Itching; measles
Sleep.--Awakes in a fright, and feels as if suffocating. Generally worse after sleep, or sleeps into and aggravation (Lach).
Fever.--Attacks of heat with anxiety; heat and redness of face and perspiration.
Modalities.--Worse, ascending, wind, before midnight. Better, descending, lying with head low.
Relationship.--Compare: Acon; Hep; Brom; Lach; Merc prot; Iod (Goitre).
Dose.--Second trituration, or tincture to third potency.