Spigelia Anthelmintica (spig) স্পাইজেলিয়া এন্থেলমিন্টিকা
Spigelia anthelmia
Spigelia Anthelmintica
পরিচয়ঃ অপর নামঃ অ্যান্থেল্মিয়া-কোয়াড্রিফাইলা । ইহার সংক্ষিপ্ত না: স্পাইজেলিয়া ।
ধাতুগত বৈশিষ্ট্যঃ পাতলা, দুর্ব্বল, রক্তহীন, বেতো ও স্ক্রুফলা ধাতুর রোগী; বাতের শরীর ও রক্তশূন্য রোগী। রোগীর মুখমন্ডল ফোলা এবং ডান চক্ষু হলুদ বর্ণের রেখা বেষ্টিত, ওষ্ঠদ্বয় ফাটা ফাটা। তোতলা প্রকৃতির রোগী।
Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।
ক্রিয়ানাশকঃ অরম, ক্যাম্ফর, ককু, পালসেটিলা।
- খুব বেশি স্নায়ুশূল।
- নড়াচড়ায় বৃদ্ধি।
- শরীরের বামদিকে রোগের আক্রমণ।
- বর্ষাকালের জলো হাওয়ায় বৃদ্ধি।
কাতরতাঃ
শীতকাতর (প্রথম গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]
গরমকাতর (তৃতীয় গ্রেড): [Synthesis]
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি):
- এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-সাইকোটিক (তৃতীয় গ্রেড)
-
এন্টি-টিউবারকুলার (তৃতীয় গ্রেড)
মূল কথাঃ
- যে সকল ছেলে-মেয়েদের সহজেই ঠান্ডা লাগে এবং কৃমির উৎপাত প্রায়ই দেখা দেয় (সিনা, স্যাবাডিল, সালফার, টিউবারকুলিনাম।)
- স্নায়ুশূল বেশি দেখা দেয়-চক্ষুতে, মুখমন্ডলে, দাঁতে, কাঁধে, মস্তিষ্কে।
- আক্রান্ত স্থানে সূচ ফোঁটার মত বেদনা।
- শরীরের বাম দিকে বেশি আক্রমণ করে (ল্যাকেসিস, থুজা, লিলিয়াম টিগ্রিনাম, স্যাবাডিলা, এরামট্রিফাইলাম)।
- ডান পাশে মাথা উঁচু করিয়া শয়নে উপশম।
- বর্ষাকালের জলো হাওয়ায় বৃদ্ধি।
- বর্ষাকালে বৃদ্ধি (রাসটক্স, নেট্রাম সালফ, থুজা, রডোরনড্রন, মার্কসল।)
-
সূঁচ, আলপিন প্রভৃতি সূঁচালো জিনিষ দেখিলে ভীত হয়।
ব্যবহারস্থলঃ মস্তক, চক্ষু, হৃদপিন্ড, চক্ষু ও স্নায়ুসমূহ। কোন কোন ক্ষেত্রে কৃমি রোগেও ইহা ব্যবহৃত হয়।ইহা ছাড়া মন, গ্রন্থির বিবৃদ্ধি, হৃৎশূল, দন্তশূল, আমবাত, তোতলামী প্রভৃতিতে ব্যবহৃত হয়।
ক্রিয়াস্থলঃ চোখ, হৃদপিন্ড ও স্নায়ুমন্ডলীর উপর ইহার প্রধান ক্রিয়া ।
উপশম/হ্রাসঃ ডানদিকে মাথা উচু স্থানে রাখিয়া শয়নে উপশম, স্থির থাকিলে উপশম, নিঃশ্বাস গ্রহনে উপশম, উত্তাপে উপশম, নির্মল বায়ুতে, চাপ দিলে উপশম।
বৃদ্ধিঃ নড়াচড়ায় বৃদ্ধি, উঠিয়া বসিলে বুক ধড়ফড়ানী বা হৃদ কম্প বৃদ্ধি, স্পর্শে বৃদ্ধি, শব্দে, তামাক সেবনে, দেহ সঞ্চালনে বৃদ্ধি, আহারের পরে বৃদ্ধি, বৃষ্টির দিনে বৃদ্ধি, প্রাতে বৃদ্ধি, মধ্যাহ্নে বৃদ্ধি, ধুমপানে বৃদ্ধি।
ক্রিয়া স্থিতিকালঃ ২০-৪২ দিন।
(Inimical food) ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য: ঠান্ডা পানীয়, ঠান্ডা খাদ্য, তামাক, মিষ্টি, উষ্ণখাদ্য, ব্র্যান্ডি ।
লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৭৬৬, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৬০০, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৪২১, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৪০৯, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৮২৫, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-১৭১, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৭০৭, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-২৮২, জে এম মিত্র: পৃষ্ঠা-৭১০, এইচ. সি এলেন: পৃষ্ঠা-২৬০ ।