Petroselinum পেট্রোসেলিনাম (petros)
পরিচয়ঃ তাল গাছ হইতে টিংচার প্রস্তুত হয়।/ পার্সলে নামক গাছ।Petroselinum sativum; Petroselinum.ব্যবহারস্থলঃ মূত্রাধার প্রদাহ, মূত্রস্বল্পতা, প্রমেহ, মূত্রনলী মধ্যে ক্যাথিটার প্রবেশ করাইবার জন্য জ্বর, রাত কানা প্রভৃতি পীড়ায় ফলপ্রদ। প্রমেহ রোগের শেষ (gleet) অবস্থায় যখন ইউরেথ্রার (মূত্রনলীর) পুরাতন প্রদাহ মূত্রথলীর (ব্লাডারের) মুখ পযর্ন্ত পরিচালিত হয়, তখন ইহাতে উপকার অধিক হয়।
ক্রিয়াস্থলঃ জননেন্দ্রিয়ের উপর ইহার প্রধান ক্রিয়া ।
প্রমেহ রোগের শেষ (gleet) অবস্থায় যখন ইউরেথ্রার (মূত্রনলীর) পুরাতন প্রদাহ মূত্রথলীর (ব্লাডারের) মুখ পযর্ন্ত পরিচালিত হয়, তখন ইহাতে উপকার অধিক হয়।
লক্ষণ সূত্রঃএম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৬৭০, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৫২৬, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৩৫৩, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৭২০, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-৩৫০, জে এম মিত্র: পৃষ্ঠা-৬১১, এইচ. সি এলেন: পৃষ্ঠা-২১১ ।