Opium (op) ওপিয়াম
পরিচয়ঃ পোস্তফলের শুষ্ক রস বা অহিফেন বা আফিং, অপর নাম হোয়াইট পপি । বিচূর্ণ ও তরলক্রমে প্রস্তুত হয়।
ধাতুগত বৈশিষ্ট্যঃ সাধারণত স্নায়বিক প্রকৃতি, চুল পাতলা, শিথিল পেশীর মিথ্যাবাদী ও নীতিজ্ঞান হীন ব্যক্তির ক্ষেত্রে অধিক ফলপ্রদ।
Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।
ক্রিয়ানাশকঃকড়া কফি, ইপিকাক, নাক্স, প্ল্যাসিফোরা, এসে-এসি, বেলেডোনা, ক্যামোমিলা, সাইকিউ, কুপ্রম, জেলসি, মার্ক, এসি-মিউর, পলস, ভেরেট, জিঙ্ক ।
-
ভয়ে বৃদ্ধি বা ভয়জনিত রোগাক্রমণ ।
-
অর্ধনিমীলিত চক্ষু ও নিদ্রালুতা।
-
তন্দ্রাচ্ছন্নভাব এত প্রবল যে তাহাকে ডেকেও সচেতন করা যায় না।
-
নিদ্রাকালে নাসিকা ধব্বনি (নাক ডাকে) বা গলার মধ্যে ঘড়ঘড় শব্দ।
-
পক্ষাঘাত-সদৃশ দুর্বলতা এবং বেদনা বোধের অভাব।
-
গরম ঘাম এবং গরমে বৃদ্ধি ।
-
প্রচুর ঘাম হয়-যা অত্যন্ত গরম ।
অত্যন্ত ক্লেশদায়ক কাশি এবং কাশির সহিত ফুসফুস হইতে গাঢ় ফেনাযুক্ত রক্ত বাহির হয়। আতঙ্ক, দুঃখ ও শোকাদির পর এইরূপ হইলে ওপিয়ামই একমাত্র ঔষধ।
ভয় হইতে উৎপন্ন যে কোন পীড়া, অজ্ঞানতা প্রভৃতি ক্ষেত্রে উপযোগী।
ওপিয়াম রোগীর নিঃশ্বাসের সহিত ঘড়ঘড়ানি, শিবনেত্র ও অজ্ঞানতাই বিশেষ লক্ষণ।
সর্তকতা: সবিরাম জ্বরের পয্যার্য়শীল অবস্থায় শীতাবস্থা চলাকালীন পরিমিত মাত্রায় ওপিয়াম প্রয়োগে রোগীর জীবন সংশয়ের সম্ভাবনা থাকে –ডাঃ হ্যানিমান ।
কাতরতাঃ
গরমকাতর (দ্বিতীয় গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং Synthesis]
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি):
- এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-টিউবারকুলার (তৃতীয় গ্রেড)
মূল কথাঃ
- ভীতি-এই ভীতির কারনে নানা প্রকার কঠিনতম, জটিলতম পীড়ার উদ্ভব।
- অর্ধনিমীলিত চক্ষু ও নিদ্রালুতা।
- নিদ্রাকালে নাসিকাধব্বনি বা গলার মধ্যে ঘড়ঘড় শব্দ।
- সকল পীড়াতেই দৃষ্টিশক্তির, মুখের স্বাদের, স্পর্শে অসাড়তা মোটের উপর জ্ঞানেরই আড়ষ্টতা এবং পক্ষাঘাতসম দুর্বলতা।
- ভীষণ জ্বর, উত্তপ্ত ঘর্ম, নাড়ী ক্ষীণ ও ভীষণ চঞ্চল ইত্যাদি অবস্থাতেও রোগী বলে যে সে ভাল আছে (আর্ণিকা)।
- অনিদ্রা ও নিদ্রালুতা দুইই আছে; কোষ্ঠবদ্ধতা ও উদরাময় দুইই আছে।
- গর্ভবতী ভয় পেয়ে গর্ভ নষ্ট হওয়ার উপক্রম হলে ইহা প্রযোজ্য।
- সামান্য শব্দে লাফ দিয়া উঠে, ভয়ে অস্থির হয়।
- বিকার অবস্থায় রোগী প্রায়ই বলে-আমি বাড়ী যাব, বাড়ী যাব (ব্রায়োনিয়া, হাইওসিয়ামাস)।
-
গরমে সকল যন্ত্রণার বৃদ্ধি এবং গরম ঘর্ম।
ব্যবহারস্থলঃ টাইফয়েড, সন্ন্যাস, মৃগী, সূতিকাক্ষেপ, ভ্যাদাল ব্যথা, ভ্রূণের অতিরিক্ত সঞ্চলন, মূত্রাধারের পক্ষাঘাত, মূত্ররোধ, শীর্ণতা, অন্ত্রচুর্ত্যি, বমন, মল বমন, মস্তিষ্ক প্রদাহ, পক্ষাঘাত, নিদ্রার বিকৃতি, বহুমূত্র, প্রভৃতি পীড়ায় ফলপ্রদ।
ক্রিয়াস্থলঃ মন, স্নায়ুবিধান, ফুসফুস ও হজম পথে ইহার প্রধান ক্রিয়া।
উপশম/হ্রাসঃ ঠান্ডা দ্রব্যে, ঠান্ডায়, অনবরত চলিলে, ঠান্ডা হাওয়ায় (কষ্টকর শ্বাস-প্রশ্বাস), জল পানে (কাশি), কফি পানে উপশম।
বৃদ্ধিঃ উত্তাপে, ঘামের সময়, ঘুমের সময়ে ও পরে, মদ্য পানে, উত্তেজক দ্রব্যে, ঠৎকন্ঠায়, ভয়ে, তিরস্কৃত হইলে, গর্ভাবস্থায়, স্পর্শে বৃদ্ধি।
ভেদবমি ও প্রস্রাব বন্ধ হইয়া কলেরা রোগী অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকে, চোখের পাতা একেবারে স্থির, ঘড়ঘড়ানিযুক্ত নাসারব। ওপিয়াম প্রয়োগে রোগীর পুনরায় বাহ্যে, বমি আরম্ভ হয় এবং একটু একটু প্রস্রাব হইতে থাকে; ইহা শুভ লক্ষণ।
ক্রিয়া স্থিতিকালঃ ৪-৭ দিন।
ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য (Inimical food): মদ্য, ব্র্যান্ডি ।
লক্ষণ সূত্রঃ এম,
ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৬৫৯, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৫১৭, উইলিয়াম বোরিক:
পৃষ্ঠা-৩৪১, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৩২৮, অতুল কৃষ্ণ দত্ত:
পৃষ্ঠা-৭০৪, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-২১৪, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৫৯৪,
ই. বি ন্যাশ: পৃষ্ঠা-৪৫৩, জে এম মিত্র: পৃষ্ঠা-৫৯৮, এস কে সাহা:
পৃষ্ঠা-১২২, এইচ. সি এলেন: পৃষ্ঠা-২০৬