স্মৃতিশক্তির দুর্বলতা ও তার ক্রমবৃদ্ধির হোমিওপ্যাথিক আরোগ্য - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
স্মৃতিশক্তির দুর্বলতা ও তার ক্রমবৃদ্ধির হোমিওপ্যাথিক আরোগ্য

স্মৃতিশক্তির দুর্বলতা ও তার ক্রমবৃদ্ধির হোমিওপ্যাথিক আরোগ্য

Short Description:

Product Description

 


প্রধান সমস্যা:
১. ধীরে ধীরে স্মৃতিশক্তি ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। কিছুই মনে থাকতে চায় না। কিছু একটা করতে যাচ্ছে কিন্তু কি করতে যাচ্ছে ভুলে যায়। যদিও অনেক আগের কথা তার স্পষ্ট মনে আছে।
২. একটু পরিশ্রম করলেই ঘুম ঘুম ভাবের সাথে দুর্বল লাগে।
৩. গ্যাস্টিক সমস্যা আছে। না খেয়ে থাকলে পেটে অস্বস্তি লাগে কিন্তু খাবার পর পেট ফুলে উঠে। বিকেলের দিকে এটি আরো বেশি হয়।

আনুষঙ্গিক সমস্যা:
১. বাম হাতের মেটা-কারপাল জয়েন্টে ব্যথা। সকালে ঘুম থেকে উঠার পর বৃদ্ধি পায়। শরীরে আর্টিকেরিয়া দেখা দেবার প্রবণতা আছে। কিন্তু কোন এলার্জেন থেকে হয় তা জানা নেই।
২. মাঝে মাঝে নাক বন্ধ থাকে। রাতে শোয়ার পর বেশি দেখা দেয়। জয়েন্টগুলোতে ব্যথার প্রবণতা আছে। হাটুর জয়েন্টে কটকট শব্দ করে।

অতীত ইতিহাস:
১৭ বছর বয়সে টাইফয়েড হয়- এন্টিবায়োটিক ট্রিটমেন্ট চলে। ২০ বৎসর বয়সে তার সাইনোসাইটিসের জন্য এলোপ্যাথিক চিকিৎসা করেন।

পারিবারিক ইতিহাস:
বাবার এলার্জি সমস্যার সাথে সাথে বাতের সমস্যা আছে। ব্যথা-বেদনা অমাবস্যা-পূর্ণিমাতে বৃদ্ধি পায়। মা নিম্নরক্তচাপ জনিত সমস্যায় ভোগেন।

সার্বিক লক্ষণাবলী:
ক) মাঝারি ধরণের শারীরিক গঠন, বেশ শক্তপোক্ত। কপালের চামড়ায় কিছু ভাঁজ আছে- মনে হয় বার বার ভ্রুকুটি করার অভ্যাস আছে। তার নড়াচড়ায় এক প্রকারের স্নায়বিক অস্থিরতার ভাব প্রকাশ পাচ্ছিলো।
খ) খাদ্যগ্রহণ: পর্যাপ্ত ক্ষুধা কিন্তু অল্প কয়েক লোকমা খাবার পরেই পেট ভর্তি হয়ে গেছে বলে মনে হয়। ঝাল ও মিষ্টি পছন্দ করে। ডিম অপছন্দ। পিছলা জাতের খাবার সহ্যই করতে পারে না- ঘৃণা লাগে। পানির পিপাসা নেই। উষ্ণ খাদ্য ও পানীয় পছন্দ। খেলে আরামও লাগে। চর্বি পছন্দ করে। তিক্ত স্বাদ অপছন্দ।
গ) রেচন: পায়খানা ও প্রস্রাব – স্বাভাবিক। ঘাম: প্রচুর, কোন গন্ধ নেই।
ঘ) ঘুম: তন্দ্রাচ্ছন্নতার প্রবণতা আছে। ঘুমালে মনে হয়- আরো ঘুম দরকার। দ্রুত ঘুমিয়ে পড়ে কিন্তু জাগার পর মনে হয়- ঠিকমতো ঘুম হয়নি। ডানদিকে কাত হয়ে বেশি ঘুমায়।
ঙ) কাতরতা: খোলা বাতাস পছন্দ করে। উষ্ণ আবহাওয়া অপছন্দ। গোসল করতে ভালোবাসে।
চ) মানসিক বৈশিষ্ট্য: সাধারণ মুসলিম পরিবারের সন্তান। বড় ২জন ভাই ও ছোট ১ বোন আছে। এস এস সি পাশ করার পর তার এলাকায়ই একটি মুদি দোকান খুলে উপার্জন শুরু করে। বাবা একজন সুইপার ছিলেন, ১০ বৎসর আগে মারা গেছেন। মা তাঁর সাথেই থাকেন। রোগীর ভাষায় তাঁর মা একজন “খুব কঠোর একজন ব্যক্তি এবং তাদের খুবই নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকতে বাধ্য করেন”। মাঝে মাঝে তিনি রাগ করেন, চিৎকার-চেঁচামেচি করেন- মনে হয় মাথায় বাড়ী ভেঙ্গে পড়ছে। বাসার সমস্ত কাজ তাকেই সামলাতে হতো এবং যা বলতেন অন্য সবাইকে তা মানতে হতো। কোন বিরোধিতা তিনি সহ্য করতে পারতেন না। পরিবারের কেউ তার কাছ থেকে না শুনে কোনকিছু করাকে তিনি ভীষণ অপছন্দ করতেন। ছোটবেলা থেকে এই তীব্র চাপের মাঝে থাকার দরুন সে (রোগী) কিছুটা ভীতু প্রকৃতির, অন্তর্মূখী ব্যক্তিতে পরিণত হয়েছেন- যে সবকিছুতেই তার মায়ের উপর নির্ভর করে থাকেন। স্কুলে যতদিন ছিলেন অন্যদের সাথে মিশতে পারতেন না- লজ্জা পেতেন। ১৫ বৎসর বয়স থেকে তার যৌনচাহিদার অনুভূতি জাগ্রত হয় এবং তাকে সম্পূর্ণরূপে দমন করে রেখেছেন (যেন মা তার এই অনুভূতির ব্যাপারটা টের না পায়)। বাইরের মানুষদের সামনে কথা বলতে এক ধরণের উদ্বেগ বোধ করেন কিন্তু ঘনিষ্ঠদের সাথে তিনি বরঞ্চ বেশি কথা বলেন। জীবনে খুব বড় কিছু হবার আকাঙ্ক্ষা ছিলো- বড় নেতা, কোন বড় কোম্পানির নির্বাহী এরকম কিছু- যেখানে সবাই তার কথা শুনবে, মেনে চলবে; কিন্তু বাবা মারা যাওয়ায়, পরিবারের দায়িত্ব নিতে হয় এবং সে ইচ্ছা আর পূর্ণ হয়নি।

যে লক্ষণগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে:

  1. High ambition
  2. Timidity
  3. Loquacity
  4. Anticipating anxiety
  5. Embitterness (frowning forehead)
  6. H/O- Sinusitis
  7. Desire warm food and drinks
  8. Memory weakness about recent facts but can remember distant pasts events

তারিখ: 18/12/2011
Lycopodium – 1M/ 1 dose
SL for 15 days.

ফলো-আপ

তারিখ: 05/01/12
সার্বিকভাবে রোগী ভালো বোধ করছে। ঔষধ গ্রহণ শুরু করার তৃতীয় দিন তার সর্দি লাগে এবং অন্য কোন ঔষধের সাহায্য ছাড়াই আরোগ্য হন। নাক বন্ধ এখন আগের চেয়ে কম। ক্ষুধার সমস্যাটাও কমে এসেছে। ঘুম তুলনামূলক ভালো। এর মাঝে আর মাথাব্যথা দেখা দেয়নি। আর্টিকেরিয়া একই গতিতে দেখা গেছে।
রোগীর মনে হচ্ছে তার স্মরণশক্তি ভালো হচ্ছে কিন্তু কেন মনে হলো জিজ্ঞাসা করায় কিছু বলতে পারলেন না। ঔষধ খাওয়ার পর পর তার একধরণের অদ্ভূত উদ্বেগের মতো অনুভব হয়। সেই ভাবটা কয়েকদিন পরে চলে যায়।

RX: SL for 15 days again

তারিখ: 05/01/12
সার্বিকভাবে রোগী ভালো বোধ করছে। ঔষধ গ্রহণ শুরু করার তৃতীয় দিন তার সর্দি লাগে এবং অন্য কোন ঔষধের সাহায্য ছাড়াই আরোগ্য হন। নাক বন্ধ এখন আগের চেয়ে কম। ক্ষুধার সমস্যাটাও কমে এসেছে। ঘুম তুলনামূলক ভালো। এর মাঝে আর মাথাব্যথা দেখা দেয়নি। আর্টিকেরিয়া একই গতিতে দেখা গেছে।
রোগীর মনে হচ্ছে তার স্মরণশক্তি ভালো হচ্ছে কিন্তু কেন মনে হলো জিজ্ঞাসা করায় কিছু বলতে পারলেন না। ঔষধ খাওয়ার পর পর তার একধরণের অদ্ভূত উদ্বেগের মতো অনুভব হয়। সেই ভাবটা কয়েকদিন পরে চলে যায়।

RX: SL for 15 days again

তারিখ: 24/01/12
স্মরণশক্তিতে একটি স্বচ্ছ উন্নতি রোগী বোধ করছেন। এখন ভুলে যাবার প্রবণতা অনেক কম। নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে বলে জানালেন। গ্যাস্ট্রিকের সমস্যাটা কমে গেছে। ক্ষুধা ও খাদ্যগ্রহণ স্বাভাবিক। জয়েন্টের ব্যথাগুলো মাত্র একদিন অনুভব করেছেন। হাটুতে এখন আর কটকট করছে না। রোগীর আচরণেও আগের চাইতে কনফিডেন্ট মনে হলো (অবশ্য সেটা আমার সাথে এ কয়েকবারের পরিচিতির জন্যও হতে পারে)। তার উচ্চাকাঙ্ক্ষার আক্ষেপ সম্বন্ধে জিজ্ঞেস করায় বললেন, ‘ও নিয়ে আর চিন্তা করে কি হবে!’

RX: SL for 15 days again

তারিখ: 12/02/12
স্মরণশক্তির সমস্যা নিয়ে রোগীর কথায় কোন অভিযোগ নেই। গ্যাস্ট্রিকের সমস্যা নেই কিন্তু অল্প খাবারে উদরপূর্তি এখনো মাঝে মাঝে হয়। জয়েন্টের ব্যথা দেখা দেয়নি। আর্টিকেরিয়া দুইবার দেখা দিয়েছে। ৪দিন ধরে মাঝে মাঝেই হাটুতে কটকট করছে। মাথার চামড়ায় কয়েকদিন যাবৎ স্পর্শ করলে ব্যথা অনুভব হচ্ছে। ইদানিং ঘাম খুব দেখা যাচ্ছে।

Rx: Lycopoidum – 1M/1 dose
SL for 15 days.

তারিখ: 28/02/12
রোগী বলার মতো তেমন কোন সমস্যা নেই বলে জানালেন। কেবল ইদানিং স্বপ্নদোষটি পরিমাণে বেশি হচ্ছে।

RX: SL for 15 days again

তারিখ: 22/03/12
কোন সমস্যা নেই। কেবল সামান্য আর্টিকেরিয়া দেখা গেছে।

RX: SL for 15 days again

তারিখ: 14/04/12
প্রায় ১০-১২ দিন যাবৎ দুই পায়ে কিছু শুকনো চুলকানি। কাপড় পরিবর্তন করতে গেলে চুলকায়। রাতে শোয়ার পর বাড়ে। ইতোমধ্যে রোগীকে বাড়ীর কিছু কাজ নিয়ে বেশ ভারী জিনিস আনানেয়া করতে হয়েছে। তারপর থেকে তার Tendo-Achilles-এ একটি টান-ধরা ব্যথা অনুভব করছে। আক্রান্ত পাশে শুলে ব্যথা বাড়ে।

Rx: Rhus toxicodendron – 6/ 10 doses 2 hourly.
SL for 15 days.

তারিখ: 28/04/12
আর্টিকেরিয়া আর দেখা দেয়নি। রোগীর মতে চুলকানি সামান্য আরাম হলেও তেমন উন্নতি আসলে হয়নি। এখন হাটুর নিচের দিকে বেশি চুলকায়। টেন্ডো-একিলিসের ব্যথা কিছুটা কমেছে কিন্তু এখনো আছে।

Rx: Sulphur – 200/ 1 dose
SL  for 15 days.

তারিখ: 14/05/12
আগের সমস্যা এখন কোনটা নেই। কেবল ইদানীং বামপায়ের Popliteal region-এ ব্যথা- টানধরা প্রকৃতির।

Rx: Thuja – 10M/1 dose
SL – for 15 days.

এরপরে রোগী 02/06/12 ও 03/07/12 তারিখে আসেন এবং উল্লেখযোগ্য কোন সমস্যা নেই বলে জানান। তাকে পুনঃরায় সমস্যা দেখা দিলে আসার পরামর্শ দিয়ে 03/07/12 তারিখে কেইসটি সমাপ্ত করা হয়।