Stramonium (stram) ষ্ট্র্যামোনিয়াম
পরিচয়ঃ অপর নাম ডেটুরা-ষ্ট্র্যামোনিয়াম –ধুতুরা । ধতুরার পাকা ফলের বীজ হইতে টিংচার প্রস্তুত হয় । (ইহার অন্যান্য নামসমূহ: Thorn Apple, Dhatura, Jimson Weed)
Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর, সির্কা, লেবুর রস, তামাক।
ক্রিয়ানাশকঃএসেটিক এসি, বেলেডোনা, হায়ো, নাক্সভমিকা, ওপি, পল্স, টেবেকাম।
- ভীষণ জ্বর এবং প্রচন্ড প্রলাপ।
- পযার্য়ক্রমে ধর্মভাব এবং কামোন্মত্ততা।
- বাচালতা।
- জলাতঙ্গ।
- সর্বদা আলোক ও সঙ্গী পছন্দ করে।
-
রোগ যন্ত্রণায় কোন অভিযোগ করে না।
রোগী কোন অবস্থাতেই খালি গায়ে থাকিতে পারে না, কেননা গায়ের কাপড় খুলিলে শরীর ব্যথা করে।
কাতরতাঃ
শীতকাতর (তৃতীয় গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি):
- এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-সাইকোটিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-টিউবারকুলার (তৃতীয় গ্রেড)
মূল কথাঃ
- মোটাসোটা যুবক যুবতী ।
- প্রচন্ড প্রলাপ।
- পযার্য়ক্রমে ধর্মভাব এবং কামোন্মত্ততা।
- আলোক পছন্দ, সঙ্গী পছন্দ, অন্ধকারে একাকী কিছুতেই থাকিতে পারে না।
- ভীষণ জ্বর এবং ভীষণ প্রলাপ।
- কিছুক্ষণ পর পর কামড়াইতে চায়, শয্যা হইতে লাফাইয়া পড়ে, মারিতে চায়, উলঙ্গ হইয়া নাচিতে চায়, অশ্লীল গান গায়।
- কাপড়-চোপড় ছিড়িয়া ফেলে, দরজা জানালা ভেঙ্গে ফেলে, কবিতা পড়ে।
- হাত জোড়ে ক্ষমা প্রার্থনা করে, অনুনয় বিনয় করিতে থাকে।
- কিছুক্ষণ পর পর রুদ্র মূর্তি ধারন করে আবার কিছুক্ষন বাদে ক্ষমা প্রার্থনা করে, অনুনয় বিনয় করে।
- কখনো অট্রহাসি হাসে আবার কখনো জননেন্দ্রিয় উন্মোচন করিয়া থাকে।
- আক্ষেপকালে রোগীর জ্ঞান থাকে (নাক্স ভমিকা)।
- সকল পীড়াতে ভীষণ বাচাল হয় (ল্যাকেসিস, ক্রোটেলাস, টিউবারকুলিনাম, পাইরোজেন, ফসফরাস, পডোফাইলাম)।
- জলাতঙ্ক পীড়া।
-
উজ্বল আলোক দর্শনে আক্ষেপ ও কাশি বৃদ্ধি পায়।
ব্যবহারস্থলঃ বিকার রোগে ইহা একটি মূল্যবান ঔষধ। সন্ন্যাস রোগ, তান্ডব রোগ, প্রলাপ, জলাতঙ্ক, শিরঃপীড়া, আলোতাঙ্ক, মৃগীরোগ, পক্ষাঘাত, ভয়জনিত আক্ষেপ, বক্রদৃষ্টি, তোৎলামি, ধনুষ্টংকার, বাকরোধ, উন্মাদ, সান্নিপাতিক জ্বর, চোয়াল আটকারো প্রভৃতি পীড়ায় উপযোগী ।
ক্রিয়াস্থলঃ মস্তক, গলনালী, স্নায়ুমন্ডলের উপর ইহার প্রধা্ন ক্রিয়া ।মন ও মস্তিষ্কের উত্তেজনা জন্মিয়া উন্মাদের ভাব, বিকার ইত্যাদি, চর্মের উপর ক্রিয়াধিক্য, চক্ষু কনীনিকার উপর ক্রিয়া, স্পর্শশক্তির হ্রাস, ইন্দ্রিয়ের উত্তেজনা, স্নায়ুমন্ডলের ও মূত্রগন্থির উপর ক্রিয়া প্রকাশ করে ।
উপশম/হ্রাসঃ শুইলে, উত্তাপে, আলোকে, অনেক লোকের মধ্যে উপশম ।
বৃদ্ধিঃ স্পর্শে, চলিলে, ঠান্ডায়, সন্ধ্যাকালে, রাত্রিতে, অন্ধকারে, জল বা চক চক পদার্থ দেলিলে, সূয্যর্তাপে, ঘুমের পর, একাকী থাকিবার সময় বৃদ্ধি ।
(Inimical food) ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য: দুগ্ধ, ব্র্যান্ডি, ঠান্ডা পানীয়, কফি, বিয়ার ।
লক্ষণ সূত্রঃএম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৭৭৬, এন. সি. ঘোষ: পৃষ্ঠা-৬০৯, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৪৩০, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৪২৯, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৮৩৪, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা- ৩৩০, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৭২০, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-১১৭, জে এম মিত্র: পৃষ্ঠা-৭২১, এস কে সাহা: পৃষ্ঠা-৪১১, এইচ. সি এলেন: পৃষ্ঠা-২৬৮ ।