Secale Cornutum (sec) সিকেলি কর্ণিউটাম
পরিচয়ঃ অপর নাম আর্গট (Ergot) অব রাই ।Ergot তরল ক্রমে মূল অরিষ্ট প্রস্তুত হয় ।
ধাতুগত বৈশিষ্ট্যঃ ইহা Cachectic constitution রোগীদের জন্য উপযোগী। ইহা রোগা, শীর্ণকায়া নারীদের পীড়ায় অধিক কাযর্করী। নারীদের জন্য অধিক উপযোগী। রোগিণী কৃশ ও দুর্বল, দেহ অত্যন্ত ক্ষীণ, হাত পা ঝিন ঝিন করে, মাংস পেশী শিথিল, চক্ষু কোটরাগত, মুখ চুপসানো অর্থ্যাৎ অস্থিচর্মসার কঙ্কালসদৃশ, কোন্দলপ্রিয়া । এই সকল রমণীদের উন্মত্ততা জন্মিলে তাহারা হাসে, করতালি দেয় ও নিজেকে ডাকে। ইহা ছাড়া দুর্বল এবং অতি বৃদ্ধদিগের পীড়াতেও সিকেলি কাযর্করী । ইহা ছাড়া যাহাদের শরীরের প্রত্যেকদ্বার দিয়া রক্তস্রাবের প্রবণতা থাকে তাহাদের ক্ষেত্রে উপযোগী ।
Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।
ক্রিয়ানাশকঃ ক্যাম্ফর, ওপিয়াম।
-
ইহা রোগা, শীর্ণকায়া নারীদের পীড়ায় অধিক কাযর্করী।
-
জ্বালা ও গরমকাতরতা।
-
রক্তস্রাব খুব বেশি এবং আক্ষেপ।
-
জরায়ু এবং মলদ্বারের শিথিলতা-ইহার ফলে গর্ভ প্রায়ই তৃতীয় মাসের মধ্যেই নষ্ট হইয়া যায়।
-
ক্ষুধা এবং পিপাসা খুব বেশি।
-
টক বা অম্ল খাইবার ইচ্ছা প্রবল।
জরায়ুর মুখ খুলিয়াছে-নিশ্চিত হওয়ার পর যদি দেখা যায় যে বেদনার জোর নাই, তবেই সিকেলি কর ২০০ শক্তির ২/১ টি পুরিয়া আধা ঘন্টা অন্তর প্রয়োগ করা যায়। জরায়ুর মূখ না খুলিলে ইহা প্রয়োগ নিষিদ্ধ । প্রস্রাবে অধিক মাত্রায় এলবুমেন থাকিলে ইহা প্রয়োগ করা উচিৎ নয়, কেননা ইহাতে তড়কা বা এক্ল্যামসিয়া হতে পারে।
কাতরতাঃ
গরমকাতর (প্রথম গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]
শীতকাতর (তৃতীয় গ্রেড): [Synthesis]
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি):
- এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-সাইকোটিক (দ্বিতীয় গ্রেড)
- এন্টি-সিফিলিটিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-টিউবারকুলার (তৃতীয় গ্রেড)
মূল কথাঃ
- স্নায়ুশূলে অগ্নির মত জ্বলিয়া যাইতে থাকে, অথচ উত্তাপ প্রয়োগে উপশম (আর্সেনিক)।
- রক্তস্রাব ও আক্ষেপ।
- জরায়ুর শিথিলতা ও মলদ্বারের শিথিলতা।
- ছুরিকা দিয়া কর্তন করিবার মত বেদনা।
- রাক্ষুসে ক্ষুধা ও অদম্য পিপাসা।
- টক বা অম্ল খাইবার প্রবল ইচ্ছা।
- বিকার বা উন্মাদ অবস্থায় কামড়াইতে চাহে।
- গায়ে যেন পিপীলিকা বেড়াইতে এবং গায়ে হাত বুলাইলে আরাম বোধ।
- মাথার যন্ত্রণা শীতল বায়ুতে বৃদ্ধি।
- আক্ষেপ প্রবণ (বেল, কুপ্রাম মেট, সিকউটা, এপিস মেল, ওপিয়াম, ম্যাগফস, ষ্ট্রামোনিয়াম) ।
- হাতের আঙ্গুলীদ্বয় প্রায়ই পশ্চাৎদিকে বাঁকিয়া যায় এবং এক আঙ্গুল অন্য আঙ্গুল হইতে সম্পূর্ণ পৃথকভাবে থাকিয়া যায়।
- জরায়ুর দুর্বলতার জন্য তৃতীয় মাসে গর্ভপাত।
- জরায়ুর দুর্বলতার জন্য প্রসবকালে জরায়ুর মুখ খোলা থাকা সত্ত্বেও সন্তান ভুমিষ্ট হয় না।
- জরায়ুর দুর্বলতার কারণে প্রসবের পর ফুল আটকাইয়া যায়।
ব্যবহারস্থলঃ নানাবিধ স্ত্রীরোগ, গর্ভস্রাবের আশঙ্কা, রক্তস্রাব, ভ্যাদাল ব্যথা, মূত্রাশয়ের পক্ষাঘাত, কলেরা, শিশু কলেরা, আক্ষেপ, খিলধরা, মৃগী, হিক্কা, স্নায়ুশূল, জ্বর, গ্যাংগ্রিণ প্রভৃতি পীড়ায় ফলপ্রদ ।
ক্রিয়াস্থলঃ মন, মস্তক, পৃষ্ঠদেশীয় স্নায়ুমন্ডলীর উপর ইহার প্রধান ক্রিয়া । ধমনী ও জরায়ুর মাংসপেশী, রক্ত, স্নায়ুমন্ডলী ও হাত-পায়ে ক্রিয়া করে । পেশীতন্তুর উপর ক্রিয়া হেতু জরায়ু আকুঞ্চিত ও প্রসারিত হইতে থাকে ও রক্তস্রাব প্রবণতা ঘটায় ।
উপশম/হ্রাসঃ বিছানায় দুমড়াইয়া শুইলে, খোলা বাতাসে, পাখার বাতাসে, ঠান্ডাদ্রব্য লাগাইলে, আক্রান্ত অঙ্গের ঢাকা খুলিলে, ঘর্ষণে, হাত-পা ছড়াইলে উপশম ।
বৃদ্ধিঃ স্পর্শে, নড়াচড়ায়, ভোর ৩ টায়, গরম সেঁক দিলে, গরম পানীয়ে, মাসিক ঋতুর পূর্বে, দেহের সব অঙ্গ প্রত্যঙ্গে, উত্তাপে বৃদ্ধি ।
ক্রিয়া স্থিতিকালঃ ১৪-৩০ দিন।
(Inimical food) ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য: রুটি ।
লক্ষণ সূত্রঃএম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-৭৪৪, এন. সি. ঘোষ: পৃষ্ঠা-৫৮৪, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৪০৬, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৩৯৩, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৮০২, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-১৩৬, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৬৮১, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-২৫৮, জে এম মিত্র: পৃষ্ঠা-৬৮৮, এস কে সাহা: পৃষ্ঠা-৪৩২, এইচ. সি এলেন: পৃষ্ঠা-২৫০ ।