Nux Vomica (nux-v) নাক্স ভমিকা
Poison Nut. (Loganiaccae.), Poison-nut
[Please scroll down for the English Version]
পরিচয়ঃ আমাদের দেশে ইহাকে কুচিলা বলে। ইহার গাছ দেখতে অনেকটা শেওড়া গাছের মত। ইহার অপর নাম পয়জন-নাট। ডাঃ ন্যাস তাহার লিভার পুস্তকে নাক্স-ভমিকাকেই সর্বপ্রথম স্থান দিয়েছেন। বাস্তবিকই ইহার চেয়ে বহু ব্যবহত ঔষধ আর একটিও নাই। ইহা একটি এন্টি-সোরিক ঔষধ।
ধাতুগত বৈশিষ্ট্যঃ পিত্ত বা রস প্রধান ধাতুর রোগীর জন্য প্রযোজ্য। নাক্স-ভমিকার রোগী পাতলা, শীর্ণ, কোপন স্বভাব, অসহিষ্ণু, পরছিদ্রান্বেষী, সে সামান্যেই অসন্তুষ্ট হইয়া চেচাঁমেচি করিতে থাকে। মতের একটু অন্যথা হইলেই অগ্নিশর্মা হইয়া উঠে। সে প্রতিহিংসাপরায়ণ, বিষাদপ্রিয়, সতর্ক, সাহিত্যসেবী শ্রমবিমুখ, সাংসারিক চিন্তায় ব্যতিব্যস্ত, মদ্যাদি পানে অভ্যস্ত, যাহাদের প্রায় কোষ্ঠকাঠিন্য থাকে, যাহারা প্রায় ডুস ব্যবহার করে, যাহারা অর্শ ও অজীর্ণ রোগগ্রস্থ তাদের পীড়ায় নাক্স-ভমিকা উত্তম ঔষধ। এই ঔষধ মহিলাদের চেয়ে পুরুষদের অধিক কাজে লাগে।
- Antidote food / ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।
- Antidote ক্রিয়ানাশকঃ কফিয়া, বেলেডোনা, একোনাইট, ইগ্নেশিয়া, ককিউলাস, ওপি, প্ল্যাটি, ষ্ট্র্যামো, থুজা, আর্স, ক্যামো, পালস, ক্যাম্ফর।
- ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য Inimical food: তামাক, ব্র্যান্ডি, মদ্য, উষ্ণ খাদ্য, শুকরের মাংস, লবণ, সির্কা, পেঁয়াজ, অম্ল, দুগ্ধ, চর্বি, শ্বেতসারময় খাদ্য, শুষ্ক খাদ্য, ঠান্ডা খাদ্য, ঠান্ডা পানীয়, মাখন, কফি, বিয়ার, রুটি ।
- Inimical: Zinc. নাক্স-ভোমিকা ও জিঙ্কাম পরস্পর বিরূদ্ধ ভাবাপন্ন । কখনোই একটি অপরটির আগে বা পরে ব্যবহার করা উচিৎ নয় –ডাঃ এলেন ।
কাতরতাঃ
- শীতকাতর (প্রথম গ্রেড): [Dr. Robert Gibson Miller এবং James Tyler Kent]
- গরমকাতর (দ্বিতীয় গ্রেড): [James Tyler Kent]
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি):
- এন্টি-সোরিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-সাইকোটিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-সিফিলিটিক (তৃতীয় গ্রেড)
- এন্টি-টিউবারকুলার (তৃতীয় গ্রেড)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Henry Clay Allen, William Boericke, E. B. Nash, Constantine Hering, James Tyler Kent, Cyrus Maxwell BOGER, George Vithoulkas এঁর মেটেরিয়া মেডিকা থেকে নেয়া Nux Vomica ঔষধের সারাংশ:
-
ঝগড়া করার প্রবণতা, হিংসুটে, ঈর্ষাপরায়ণ, ক্ষতিসাধন করার ঝোঁক, বিদ্বেষ পরায়ণ রোগীদের জন্য বেশি উপযোগী।
- অতি অসহিষ্ণুতার ফলে সৃষ্ট রাগ। (Extreme impatience followed by anger---Prof. L.M Khan)
-
লম্পট, ব্যভিচারী রোগা, খিটখিটে মেজাজ, অল্পতে ঘাবড়িয়ে যায়-এমন প্রকৃতির রোগী যারা অজীর্ণ ও পাইলস বা অর্শ রোগে ভোগে।
-
বাহিরের কোন আলোচনা, গোলমাল হলে বা শব্দে, গন্ধে, ঘ্রাণে আলোতে বা সঙ্গীতে অতি অনুভূতিপ্রবণ, অতিসংবেদশীল।
-
ছোটখাট, সামান্য অসুখ করলেও তা সহ্য করতে পারে না; অসহ্য।
-
জ্বরের সময় মুখমন্ডল লাল হয় ও উত্তাপ থাকে; তথাপি রোগী নড়াচড়া করলে বা অনাবৃত হলে শীত লাগে।
-
জ্বরে, জ্বর হলে শীত, তাপ, ঘামের সময় গায়ে অবশ্যই ঢাকা দিতে হয়।
-
প্রচন্ড প্রসববেদনা, আক্ষেপজনক ব্যথার ফলে মলমূত্র ত্যাগের চাপ বা বেগ থাকে; বেদনা পিঠের দিকে বেশি হয়; এ সময় উষ্ণ গরম ঘরে থাকতে চায়।
-
খিঁচুনি হয় কিন্তু জ্ঞান থাকে, অচেতন হয় না বা অজ্ঞান হয় না, জ্ঞান হারায় না।
-
আলো, গন্ধ, শব্দ, গোলমাল সহ্য করতে পারে না, অসহ্য।
-
চাপা ক্রোধযুক্ত, গোমড়ামুখো, অপরের দোষ খুঁজে বের করা স্বভাব, ক্রুটি সন্ধানি।
-
ক্ষণিকের জন্য বা ক্ষণস্থায়ী অচেতন, কিছুক্ষণের জন্য অজ্ঞান হয় সেই সাথে মাথাঘুরা।
-
সূর্যালোকে, রোদে গেলে মাথা ব্যথা হয়।
-
টক, অম্ল আস্বাদ এবং সকালে খাওয়ার পর বমি বমি ভাব হয়, বিবমিষা
-
পাকস্থলীতে ভারীবোধ এবং ব্যথা অনুভূত হয়; খাদ্য খাওয়ার কিছুক্ষণ পর ঐ অবস্থা বেড়ে যায়।
-
পাকস্থলী এলাকা অত্যন্ত সংবেদনশীল, চাপ দেয়া যায় না।
-
কোষ্ঠবদ্ধতা; বারে বারে, ঘন ঘন পায়খানার নিষ্ফল বেগ, চাপ আসে।
-
পায়খানা করে তৃপ্তি হয় না; ঠিকমত মল বের হয় না; মনে হয় কিছু মল ভিতরে রয়ে গেছে।
- অতি উৎসাহী, উদ্যমী, খিটখিটে মেজাজ, অধৈর্য, অসহিষ্ণু টেমপারম্যান্ট, রেগে যাওয়ার স্বভাব লোকদের জন্য প্রযোজ্য।
- নার্ভাস, একটুতে ঘাবড়িয়ে যায় ও বিষাদগ্রস্ত।
- খিটখিটে মেজাজের সাথে উদ্বিগ্নতা, উৎকন্ঠা, আত্মহত্যা করার প্রবণতা কিন্তু আত্মহনন করে মরতে ভয় পায়।
- মাদকাসক্ত, মদ্যপ, সুরাপায়ী, মদখোর মাতাল –যাদের কাল্পনিক রোগ নিয়ে ভাবে, সাহিত্য প্রেমি, পড়াশুনা করতে, পড়ালেখা করতে ভালোবাসে, যাহারা বেশির ভাগ সময় ঘরে কাটায়, শারীরিক কায়িক পরিশ্রমের অভাবে হজমের গোলমাল হয়, পেটের সমস্যা, গ্যাস হয়, কোষ্ঠকাঠ্যিনে ভুগে সেই সকল প্রকৃতির রোগীদের বেশি কাজ করে।
- নির্দোষ কথাতেও দোষ ত্রুটি ধরে, ভুল খোঁজে।
- খুব সর্তক সাবধানী কিন্তু সহজেই রেগে যাওয়া, উত্তেজিত হওয়ার প্রবণতা বা ক্রোধান্বিত হয়, নাছোরবান্দা ধরনের হয়।
- কফি, তামাক, এলকোহল জাতীয় উত্তেজক পানীয়, গুরুপাক খাদ্য, বেশি মশলা দিয়ে তৈরী খাবার, অতিভোজন করার ফলে সৃষ্ট অসুস্থতা।
- দীর্ঘদিন ধরে অবিরাম, একটানা অতিরিক্ত মানসিক পরিশ্রম, বসে বসে কাজ করা, আলস্য জীবন যাপন, ঘুম না হওয়া-এই ধরনের লাইফ স্টাইলে থাকা লোকদের ক্ষেত্রে নাক্স ভমিকা ভাল কাজ করে।
- রেগে গেলে, আবেগতাড়িত হলে, ছোঁয়া লাগলে বা স্পর্শ করলে, নড়াচড়ায়, সঞ্চালনে বৃদ্ধি।
- জ্বরে সারা গায়ে, শরীরে প্রচন্ড গরম, উত্তাপ, তাপ হয়, জ্বালাপোড়া হয়, জ্বলে, জ্বলন ।
- স্মৃতিশক্তি ত্রুটিপূর্ণ।
- পড়তে বা গণনা করতে পারে না।
- রুক্ষ, গোমড়ামুখো স্বভাব, ঝগড়া করে, বিরক্ত হয়।
- ভীষণ বদমেজাজি, তীব্রভাবে অন্যের ইচ্ছা বা অনিচ্ছাতে বাঁধা দেয়।
- ভোর রাত ৩টা থেকে ৪টার পর আর ঘুম আসে না, নিদ্রাহীনতা, ঘুম নেই।
বৃদ্ধি:
- ভোর (সকালে) ৪টায় বৃদ্ধি।
- মানসিক পরিশ্রমে বৃদ্ধি।
- খাদ্য খাওয়ার পর বা অতিভোজনের ফলে বৃদ্ধি।
- স্পর্শে, গোলমাল হলে, শব্দে বৃদ্ধি।
- রেগে গেলে, মশলাযুক্ত খাবারে, মাদকদ্রব্যে বৃদ্ধি।
- শুষ্ক আবহাওয়ায় বৃদ্ধি।
- ঠান্ডা শীতল বাতাসে বৃদ্ধি।
উপশম:
- সন্ধ্যায় উপশম।
- বিশ্রামে থাকা অবস্থায় উপশম।
- বিশ্রামে রোগলক্ষণ কমে।
- শয়নে উপশম।
- ভেঁজা আর্দ্র আবহাওয়ায় উপশম।
- জোরে জোরে চাপনে উপশম; জোরসে চাপ দিলে আরাম।
- দিনের বেলা অল্প কিছুক্ষণ ঘুমালে নিদ্রা হলে উপশম।
- পরনের কাপড় লুজ, ঢিলা, আলগা করে দিলে উপশম।
পছন্দ/ খাওয়ার ইচ্ছা:
- উত্তেজক খাবার
- ব্যান্ডি
- মশলা জাতীয় খাবার
- তৈলাক্ত, চর্বি
- বিয়ার
- অখাদ্য যেমন: মাটি, চক, খড়িমাটি, কাদামাটি, চুন, কাঠ কয়লা, সিজনাল খাদ্য।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত ইন্দ্রিয়সেবা বা অতিরিক্ত রাত্রি জাগরণজনিত অসুস্থতা।
-
ঘুমের জন্য প্রাণ ব্যাকুল হইয়া উঠে, অথচ কিছু্তেই ঘুম আসে না।
-
বারংবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপশম।
-
একগুঁয়ে বা জেদি প্রকৃতির রোগী।
-
শীতকাতর, স্পর্শকাতর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ।
সেবনের উপযুক্ত সময়:
রাত্রিতে শরীর ও মনের বিশ্রামকালে নাক্স-ভমিকা ভাল কাজ করে।সুতরাং রাতে বিছানায় যাওয়ার কয়েক ঘন্টা আগে ইহা সেবন করা উচিৎ।
সর্তকতা: গর্ভাবস্থায় নাক্স-ভম ব্যবহার করা চলে না, কারণ সঙ্গত কারণে ইহাতে গর্ভস্রাব হয়ে যাবার সম্ভাবনা থাকে –ডাঃ এইচ. সি. মরো ও কোয়াকেনবুশ ।
নাক্স-ভম সবচেয়ে ভালো ক্রিয়া করে রাতে, যখন শরীর ও মন দুইই বিশ্রামরত থাকে । প্রাতে সালফার ভাল কাজ করে –ডাঃ ই. বি ন্যাশ ।
মূল কথাঃ
- কোষ্ঠবদ্ধতা, রক্তামাশয়, উদরাময় বো যে কোন রোগই হোক না কেন যদি রোগীর পুন:পুন: নিস্ফল মলত্যাগের প্রবৃত্তি থাকে, তাহলে নাক্স-ভমিকার অনুকূল লক্ষণ না থাকলেও নাক্স-ভমিকাই প্রথমে ব্যবহৃত হয়।
- অতিরিক্ত অনুভূতি প্রবণতা, শীতানুভব এবং নার্ভাস-এই তিনটি নাক্স-ভমিকার বিশেষ প্রয়োগ লক্ষণ।
- রোগী ভীষন ক্রোধী, জেদি, হিংসুক, অসহিষ্ণু, হঠকারী।
- অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত ইন্দ্রিয়সেবা বা অতিরিক্ত রাত্রি জাগরণজনিত অসুস্থতা।
- বারংবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপশম।
- যাহারা মানসিক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম মোটেই করেন না-তাহাদের ক্ষেত্রে উপযোগী।
- অতিরিক্ত গুরুপাক ও অতিশয় মশলাযুক্ত মাংস বা মাদকদ্রব্য সেবন করিয়া অসুস্থ হয়।
- সামান্য ব্যাপারে রোগী ভীষণ রাগান্বিত হইয়া অগ্নিশর্মারূপ ধারণ করে।
- জীবনের সর্বক্ষেত্রেই ভীষণ ফিটফাট পছন্দ করে।
- বিনা স্বার্থে ভীষন মাতব্বরী পছন্দ করে।
- জীবনের সর্বক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করিবার অদম্য স্পৃহা।
- ঘুমের জন্য প্রাণ ব্যাকুল হইয়া উঠে, অথচ কিছু্তেই ঘুম আসে না।
ব্যবহারস্থলঃ অম্ল, অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য, উদরাময়, পযায়ক্রমে উদরাময় ও কোষ্ঠকাঠিন্য, মুখে বয়োব্রণ, ক্রোধের মন্দফল, মদ্যাদি পানের মন্দফল, অত্যাধিক যৌন-সম্ভোগের মন্দফল, অত্যাধিক আহারাদির মন্দফল, অতিরিক্ত বা অত্যাধিক মদ্যাদি পানের মন্দফল, তামাকের মন্দফল, অত্যাধিক মসলাযুক্ত খাদ্যের মন্দফল, সন্ন্যাস, মস্তিস্কের পীড়া, যানবাহনাদিতে চড়িবার ফলে বমন বা বিবমিষা, হাঁপানি, মুত্রাধারের পীড়া, অন্ত্রবৃদ্ধি, ধ্বজভঙ্গ, নিদ্রাহীনতা, শুক্রক্ষরণ, স্বপ্নদোষ, সর্দি, হৎযন্ত্রের পীড়া, রাত্রিজাগরণ হেতু নানাবিধ পীড়া, আমাশয়, রক্তামাশয়, সবিরাম জ্বর, পিত্তজ্বর, অজীর্ণ জ্বর, পক্ষাঘাত, গর্ভিণীর রোগ, ট্যারা দৃষ্টি, কটিবাত,নানাবিধ মস্তিস্কের পীড়া প্রভৃতি ক্ষেত্রে ফলপ্রদ।
ক্রিয়াস্থলঃ ইহা মেরুদন্ড ও মস্তিষ্কের ও চৈতন্য উৎপাদক স্নায়ু কেন্দ্রে ক্রিয়া করিয়া মেরুদন্ডের যে অংশ প্রতিক্রিয়া নিয়ন্ত্রিত করে সেই অংশের বিকৃতি ঘটায়। ইহার ফলে অত্যধিক উপদাহ ও উত্তেজনা উপস্থিত হইয়া পেশীর কাজের বিশৃংখলা ঘটে, ফলে ধনুষ্টংকারের মত আক্ষেপ উপস্থিত হয় ও অবশেষে পেশীর গতি স্তব্ধ হইয়া যায় অথবা পেশীতে পক্ষাঘাত জন্মে।
উপশম/হ্রাসঃ সন্ধ্যায়, বিশ্রামে, শুইলে, গরম জল পানে (কাশি), গরম ঘরে ও গরম কাপড়ে (মাথাব্যথা), বাহ্যে হইবার পর উপশম।
বৃদ্ধিঃ সকালবেলায়; ভোর ৪ টায় ঘুম ভাঙ্গিলে; মানসিক পরিশ্রমে; খাইবার পর; স্পর্শে; শব্দে; রাগ হইলে; মসলা খাইলে; মাদক দ্রব্যে; ঠান্ডা বাতাসে; পিঠের উপর শুইলে; পূর্ণিমায় (ঋতু); ঠান্ডায়; ঠান্ডা জলে ভিজিলে, গরম ঘরে (মূর্চ্ছা), খোলা বাতাসে, স্বপ্নদোষ হইলে, ঋতুকালে, ঋতুর পর, অর্শের স্রাব বন্ধ থাকিলে, নিদ্রায় ব্যঘাত ঘটিলে, অতিরিক্ত সময় নিদ্রা গেলে বৃদ্ধি।
ক্রিয়া স্থিতিকালঃ ১৪ দিন।
লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-, এন, সি ঘোষ: পৃষ্ঠা-৫০৫, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৩৩৩, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-৩০৩, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-৬৮১, ই. এ. ফ্যারিংটন: পৃষ্ঠা-১৫২, জেমস টেইলর কেন্ট: পৃষ্ঠা-৫৮৮, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-১, জে এম মিত্র: পৃষ্ঠা-৫৮০, এস কে সাহা: পৃষ্ঠা-২৭৩, এইচ. সি এলেন: পৃষ্ঠা-২০৫
======================================================================================
Nux Vomica
Poison Nut. (Loganiaccae.)
Poison-nut
George Vithoulkas
Nux Vomica
- The central idea in this remedy is the irritation of the nervous system.
- The individual is excited, impatient, quick to act and very irritable.
- It is often used in states of exhaustion from over-working, where the nervous system cannot tolerate the slightest stimulus.
- The noise, the light, the traffic, every little stress in intolerable.
- The irritability is found and is a leading characteristic during acute diseases.
- On the physical level, this over excitability manifests in twitching, jerking and headaches but primarily in the sensitivity of the stomach.
- Over excitable of nervous system, irritability.
- Angry, irritable, impatient.
- Oversensitive to external impression; noise, music, odor, light.
- Quarrelsome.
- Easily offended.
- May become violent.
- Sudden impulse to kill even for a slight offense.
- Sudden impulse to throw the child out of the window or info fire.
- Desire to kill husband.
- Critical.
- Increased ambition, competitive, industrious.
- Jealous.
- Ailments from jealousy.
- Fastidious, wants things in certain place.
- Stomach Affections: gastritis, indigestion, duodenal ulcers, sensation of stone after eating.
- Chilly, easily susceptible to drafts agg uncovering.
- Constipation. Constipation from portal stasis. Ineffectual urging.
- Urging to urinate with urging to stool.
- Cystitis with frequent or constant urging which is ineffectual, only passes a few drops.
- Sudden urging to urinate, must hasten or urine will escape.
- Sleeplessness from excitement, after mental strain, from thoughts.
- Sleeplessness after 3am to 4am.
- Increased sexual desire.
- Photophobia (especially in morning).
Modalities:
- Agg: Cold, drafts, undressing, touch, alcohol, coffee, tobacco.
- Amel: Warm (drinks, stove, bed, applications), lying, loosening the clothing.
Desire:
- Stimulants, brandy, spices, fat, beer, earth/chalk/clay/lime, Charcoal, highly seasoned food.
H.C. Allen
Nux Vomica.
Poison Nut. (Loganiaccae.)
- Adapted to thin, irritable, careful, zealous persons with dark hair and bilious or sanguine temperament.
- Disposed to be quarrelsome, spiteful, malacious; nervous and melancholic.
- Debauchers of a thin, irritable, nervous disposition; prone to indigestion and haemorrhoids (persons with light hair, blue eyes, Lob.).
- "Nux is chiefly successful with persons of an ardent character; of an irritable, impatient temperament, disposed to anger, spite or deception." - Hahnemann.
- Anxiety with irritability and inclination to commit suicide, but is afraid to die.
- Hypochondriac: literary, studious persons, who are too much at home, suffer from want of exercise, with gastric, abdominal complaints and costiveness; especially in drunkards.
- Oversensitive; to external impressions; to noise, odors, light or music (Nux m.); trifling ailments are unbearable (Cham.); every harmless word offends (Ign.).
- Persons who are very particular, careful, but inclined to become easily excited or angered; irascible and tenacious.
- Bad effects of: coffee, tabacco, alcoholic stimulants; highly spiced or seasoned food; over-eating (Ant. c.); long continued mental over- exertion; sedentary habits; loss of sleep (Coc., Colch., Nit. ac.); aromatic or patent medicines; sitting on cold stones; specially in warm weather.
- One of the best remedies with which to commence treatment of cases that have been drugged by mixtures, bitters, vegetable pills, nostrums or quack remedies, especially aromatic or "hot medicines." but only if symptoms correspond.
- Convulsions, with consciousness (Strych.); < anger, emotion, touch, moving.
- Pains are ingling, sticking, hard, aching, worse from motion and contact.
- Tendency to faint (Nux m., Sulph.); from odors; in morning; after eating; after every labor pain.
- Cannot keep from falling asleep in the evening while sitting or reading hours before bedtime, and wakes at 3 or 4 a. m.; falls into a dreamy sleep at daybreak from which he is hard to arouse, and then feels tired and weak (reverse of, Puls.).
- Catarrh: snuffles of infants (Am. c., Samb.); coryza, dry at night, fluent by day; < in warm room, > in cold air; from sitting in cold places, on stone steps.
- Eructations: sour, bitter, nausea and vomiting every morning with depression of spirits; after eating.
- Nausea: constant; after eating; in morning; from smoking; and feels "If I could only vomit I would be so much better.".
- Stomach: pressure an hour or two after eating as from a stone (immediately after, Kali bi., Nux m.); pyrosis, tightness, must loosen clothing; cannot use the mind for two or three hours after a meal; sleepy after dinner; from anxiety, worry, brandy, coffee, drugs, night watching, high living, etc.
- Constipation; with frequent unsuccessful desire, passing small quantities of faeces (in upper abdomen, Ign., Ver.); sensation as if not finished.
- Frequent desire fro stool; anxious, ineffectual, > for a time after stool; in morning after rising; after mental exertion (inactive, no desire, Bry., Op., Sulph.).
- Alternate constipation and diarrhoea (Sulph., Ver.), in persons who have taken purgatives all their lives.
- Menses: too early, profuse, lasts too long; or keeping on several days longer, with complaints at onset and remaining after; every two weeks; irregular, never at right time; stopping and starting again (Sulph.); during and after, < of old symptoms.
- Labor pains: violent, spasmodic; cause urging to stool or urinate; < in back; prefers a warm room.
- Strangulated hernia, especially umbilical.
- Backache: must sit up to turn over in bed; lumbago; from sexual weakness, from masturbation.
- Repugnance to cold or to cold air; chilly, on least movement; from being uncovered; must be covered in every stage of fever - chill, heat or sweat.
- Fever: great heat, whole body burning hot (Acon.), face red and hot (Bell.), yet patient cannot move or uncover without being chilly.
Relations:
Complemenatary: Sulphur in nearly all diseases. Inimical: to, Zinc.; must not be used before or after. Follows well: after, Ars., Ipec., Phos., Sep., Sulph. Is followed well: by, Bry., Puls., Sulph. Nux should be given on retiring or, what is better, several hours before going to bed; it acts best during repose of mind and body.
Aggravation:
Morning: waking at 4 a. m.;
mental exertion;
after eating or over-eating;
touch, noise, anger, spices, narcotics, dry weather; in cold air.
Amelioration:
In evening, while at rest; lying down, and in damp, wet weather (Caust.).
William BOERICKE
Nux Vomica
Poison-nut
- Is the greatest of polychrests, because the bulk of its symptoms correspond in similarity with those of the commonest and most frequent of diseases.
- It is frequently the first remedy, indicated after much dosing, establishing a sort of equilibrium of forces and counteracting chronic effects.
- Nux is pre-eminently the remedy for many of the conditions incident to modern life.
- The typical Nux patient is rather thin, spare, quick, active, nervous, and irritable.
- He does a good deal of mental work; has mental strains and leads a sedentary life, found in prolonged office work, overstudy, and close application to business, with its cares and anxieties.
- This indoor life and mental strain seeks stimulants, coffee, wine, possibly in excess; or, again, he hopes to quiet his excitement, by indulging in the sedative effects of tobacco, if not really a victim, to the seductive drugs, like opium, etc.
- These things are associated with other indulgences; at table, he takes preferably rich and stimulating food; wine and women play their part to make him forget the close application of the day.
- Late hours are a consequence; a thick head, dyspepsia, and irritable temper are the next day's inheritance.
- Now he takes some cathartic, liver pills, or mineral water, and soon gets into the habit of taking these things, which still further complicate matters.
- Since these frailties are more yielded to by men than women.
- Nux is pre-eminently a male remedy.
- These conditions, produce an irritable, nervous system, hypersensitive and over-impressionable, which Nux will do much to soothe and calm.
- Especially adapted to digestive disturbances, portal congestion, and hypochondrical states depending thereon.
- Convulsions, with consciousness; worse, touch, moving.
-
Zealous fiery temperament.
- Nux patients are easily chilled, avoid open air, etc.
- Nux always seems to be out of tune; inharmonious spasmodic action.
Mind:
- Very irritable: sensitive to all impressions.
- Ugly, malicious.
-
Cannot bear noises, odors, light, etc.
- Does not want to be touched.
- Time passes too slowly.
- Even the least ailment affects her greatly.
- Disposed to reproach others.
- Sullen, fault-finding.
Head:
- Headache in occiput or over eyes, with vertigo; brain feels turning in a circle.
- Over sensitiveness.
-
Vertigo, with momentary loss of consciousness.
- Intoxicated feeling; worse, morning, mental exertion, tobacco, alcohol, coffee, open air.
- Pressing pain on vertex, as if a nail driven in.
- Vertigo in morning and after dinner.
- Scalp sensitive.
- Frontal headache, with desire to press the head against something.
- Congestive headache, associated with haemorrhoids.
- Headache in the sunshine (Glon; Nat carb).
- Feels distended and sore within, after a debauch.
Eyes:
- Photophobia; much worse in morning.
- Smarting dry sensation in inner canthi.
- Infra-orbital neuralgia, with watering of eyes.
- Optic nerve atrophy, from habitual use of intoxicants.
- Paresis of ocular muscles; worse, tobacco and stimulants.
- Orbital twitching radiating towards the occiput, Optic neuritis.
Ears:
- Itching in ear through Eustachian tube.
- Auditory canal dry and sensitive.
- Otalgia; worse in bed.
- Hyperaesthesia of auditory nerves; loud sounds are painful, and anger him.
- Stitches into ear.
Nose:
- Stuffed up, at night especially.
- Stuffy colds, snuffles, after exposure to dry, cold atmosphere; worse, in warm room.
- Odors tend to produce fainting.
- Coryza: fluent in daytime; stuffed up at night and outdoors; or alternates between nostrils.
- Bleeding in morning (Bry).
- Acrid discharge, but with stuffed up feeling.
Mouth:
- Jaws, contracted.
- Small aphthous ulcers, with bloody saliva.
- First half of tongue clean; posterior covered with deep fur; white, yellow, cracked edges.
- Teeth ache; worse, cold things.
- Gums swollen, white, and bleeding.
Throat:
-
Rough, scraped feeling.
- Tickling after waking in morning.
- Sensation of roughness, tightness, and tension.
- Pharynx constricted.
- Uvula swollen.
-
Stitches into ear.
Stomach:
- Sour taste, and nausea in the morning, after eating.
-
Weight and pain in stomach; worse, eating, some time after.
- Flatulence and pyrosis.
- Sour, bitter eructations.
- Nausea and vomiting, with much retching.
- Ravenous hunger, especially about a day before an attack of dyspepsia.
- Region of stomach very sensitive to pressure (Bry; Ars).
- Epigastrium bloated, with pressure s of a stone, several hours after eating.
- Desire for stimulants.
- Loves fats and tolerates them well (Puls opposite).
- Dyspepsia from drinking strong coffee.
- Difficult belching of gas.
- Wants to vomit, but cannot.
Abdomen:
- Bruised soreness of abdominal walls (Apis; Sulph).
- Flatulent distension, with spasmodic colic.
- Colic from uncovering.
- Liver engorged, with stitches and soreness.
- Colic, with upward pressure, causing short breath, and desire for stool.
-
Weakness of abdominal ring region.
- Strangulated hernia (Op).
- Forcing in lower abdomen towards genitals.
- Umbilical hernia of infants.
Stool:
- Constipation, with frequent ineffectual urging, incomplete and unsatisfactory; feeling as if part remained unexpelled.
- Constriction of rectum.
- Irregular, peristaltic action; hence frequent ineffectual desire, or passing but small quantities at each attempt.
-
Absence of all desire for defecation is a contra-indication.
- Alternate constipation and diarrhoea-after abuse of purgatives.
- Urging to stool felt throughout abdomen.
- Itching, blind haemorrhoids, with ineffectual urging to stool; very painful; after drastic drugs.
- Diarrhoea after a debauch; worse, morning.
- Frequent small evacuations.
- Scanty stool, with much urging.
- Dysentery; stools relieve pains for a time. Constant uneasiness in rectum.
- Diarrhoea, with jaundice (Dig).
Urine:
- Irritable bladder; from spasmodic sphincter.
- Frequent calls; little and often.
- Haematuria (Ipec; Tereb).
- Ineffectual urging, spasmodic and strangury.
- Renal colic extending to genitals, with dribbling urine.
- While urinating, itching in urethra and pain in neck of bladder.
Male:
- Easily excited desire.
- Emissions from high living.
- Bad effects of sexual excesses.
- Constrictive pain in testicles.
- Orchitis (Hama; Puls).
- Spermatorrhoea, with dreams, backache, burning in spine, weakness and irritability.
Female:
- Menses too early, lasts too long; always irregular, blood black (Cycl; Lach; Puls) with faint spells.
- Prolapsus uteri.
- Dysmenorrhoea, with pain in sacrum, and constant urging to stool.
- Inefficient labor-pains; extend to rectum, with desire for stool and frequent urination (Lil).
- Desire too strong.
- Metrorrhagia, with sensation as if bowels wanted to move.
Respiratory:
- Catarrhal hoarseness, with scraping in throat.
- Spasmodic constriction.
-
Asthma, with fullness in stomach, morning or after eating.
- Cough, with sensation as if something were torn loose in chest.
-
Shallow respiration.
-
Oppressed breathing.
- Tight, dry hacking cough; at times with bloody expectoration.
- Cough brings on bursting headache and bruised pain in epigastric region.
Back:
- Backache in lumbar region.
- Burning in spine; worse, 3 to 4 am.
- Cervico-brachial neuralgia; worse, touch.
-
Must situp in order to turn in bed.
- Bruised pain below scapulae.
- Sitting is painful.
Extremities:
- Arms and hands go to sleep.
- Paresis of arms, with shocks.
- Legs numb; feel paralyzed; cramps in calves and soles.
- Partial paralysis, from overexertion or getting soaked (Rhus).
- Cracking in knee-joints during motion.
- Drags his feet when walking.
- Sensation of sudden loss of power of arms and legs in the morning.
Sleep:
-
Cannot sleep after 3 am until towards morning; awakes feeling wretchedly.
- Drowsy after meals, and in early evening.
- Dreams full of bustle and hurry.
- Better after a short sleep, unless aroused.
Skin:
-
Body burning hot, especially face; yet cannot move or uncover without feeling chilly.
- Urticaria, with gastric derangement.
- Acne; skin red and blotchy.
Fever:
- Cold stage predominates.
- Paroxysms anticipate in morning.
- Excessive rigor, with blueness of finger-nails.
- Aching in limbs and back, and gastric symptoms.
- Chilly; must be covered in every stage of fever.
- Perspiration sour; only one side of body.
-
Chilliness on being uncovered, yet he does not allow being covered.
- Dry heat of the body.
Modalities:
- Worse, morning, mental exertion, after eating, touch, spices, stimulants, narcotics, dry weather, cold.
- Better, from a nap, if allowed to finish it; in evening, while at rest, in damp, wet weather (Caust), strong pressure.
Relationship:
- Nux seeds contain copper, notice the cramp-causing proclivites of both.
- Complementary; Sulphur; Sepia.
-
Inimical: Zinc.
- Compare: Strychnia.
- Compare: Kali carb; Hydr; Bry; Lyc; Graph.
Antidotes: Coff; Ignat; Cocc.
Dose:
- First to thirtieth potency and higher.
- Nut is said to act best given in the evening.
E. B Nash
Nux Vomica
- For very particular, careful, zealous persons, inclined to get excited or angry, spiteful, malicious disposition, mental workers or those having sedentary occupations.
- Over-sensitiveness, easily offended; very little noise frightens, cannot bear the least even suitable medicine; faints easily from odors, etc.
- Twitchings, spasms, convulsion, < slightest touch.
- Chilliness, even during high fever; least uncovering brings on chilliness. Very red face.
- Persons addicted to stimulants, narcotics, patent medicines, nostrums, debauchees, etc.
- Frequent and ineffectual desire for stool or passes little at a time, > after stool.
- Modalities: < uncovering, mental work, after eating, cold air, dry weather, stimulants, 9 A. M.; > wet weather, warm room, on covering, after stool.
- Spasm (from simple twitchings to the clonic form); sensitiveness, nervous and chilliness are three general characteristics of this remedy.
- Anxiety with irritability and inclination to commit suicide, but is afraid to die.
- Sleepy in the evening, hours before bedtime; lies aware for an hour or two, at 3 or 4 A. M., then wants to sleep late in morning.
- Awakens tired and weak and generally worse, with many complaints.
- Stomach: Pressure an hour or two after eating as from a stone (immediately after, Kali bi., Nux m.).
- Convulsions with consciousness (Strych.); < anger, emotion, touch, moving, alternate constipation and diarrhea (Ant. crud.).
- Menses: Too early, profuse and lasting too long, with aggravation of all other complaints during their continuance.
- Nux vomica acts better when gived at night, during repose of mind and body; Sulph. in the morning.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
প্রবনতাযুক্ত ইর্ষাপরায়ন ঈর্ষাপরায়ন মানুষের অপকার ক্ষতি করে ক্ষতিকারক হিংসুক হিংসা খুব বেশি বেশী লাম্পট্য লাম্পট্য; চরিত্রদোষ; অমিতাচার; বেলেল্লাপনা; ব্যভিচার; আলুরদোষ আলুর দোষ সম্পন্ন ব্যক্তি অজির্ণ অজির্ন অজীর্ন রোগ অধৈর্য্য অধৈর্য টেম্পারমেন্ট টেম্পারাম্যান্ট বিদ্বেষপরায়ণ খিঁটখিঁটে সুইসাইড করতে চায় প্রবণতাযুক্ত ইচ্ছা মারা যেতে ভীত হয় ভোগে কোষ্ঠবদ্ধতা কোস্টকাঠিন্য তুচ্ছ অল্প অসুখ বিসুখ হলেও অসুস্থ হলে অতিরিক্ত খেলে অতি ভোজনে রোগলক্ষণ বাড়ে বেশি হয় বেশী বায়ুতে শুকনো শুকনা ভেজা ভিজা ভিঁজা ছিদ্রান্বেসি ছিদ্রান্বেসী অন্যের ভুল ত্রুটি ধরে বেড়ায় বেঁহুশ হয় মাথা ঘুরানিসহ ঘুরানি শিরোঘূর্ণন জ্ঞান হারায় রৌদ্রে রোদে মাথাব্যথা মাথাধরা মাথা ধরা বেদনা ঈষৎ ঘুম হলে ঘুমারে দিনে হ্রাস বই পাঠ করা গনণা গণনা গুনতে পারে না পাঠ করতে পারে না গোমড়া মুখো স্বভাবের বাধা বদ মেজাজী বদমেজাজী গায়ের কাপর লম্পট আলুর দোষ খুঁজে বেড়ায় ঝগড়াটে মরতে ভয় ঝগরু ঝগরাকরে ঝগরাপ্রিয় ঝগড়াপ্রিয় কলহপ্রিয় কলহ প্রিয় কলহ করে anger due to extreme impatience অতি অসহিষ্ণুতার ফলে রেগে যায় রাগহয় রাগ হয় রেগে যাওয়ার কারণ অতি-অসহিষ্ণুতা অতি-অসহিষ্ণুতার অতি-অধৈর্য্য অতি-অধৈর্য অতিঅধৈর্য্য অতিঅধৈর্য
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++