Bismuthum Metallicum (bism-met) বিস্মাথ
পরিচয়ঃ একজাতীয় ধাতু ও সাব নাইট্রেট অব বিসমথ। পুরোনাম:Bismuthum Metallicum.
Antidote food/ ঔষধের ক্রিয়ানাশক খাদ্য: কফি, কর্পূর ।
ক্রিয়ানাশকঃ কফি, ক্যালকে, ক্যাপসি, নক্স।
- ইহা শিশু কলেরায় বিশেষ কার্য্যকরী ঔষধ।
- জলপান মাত্রেই বমি; বমিতে জল উঠিয়া থাকে।
- জিহবার উপর সাদা লেপ।
- দেহ গরম।
কাতরতাঃ
জানা যায়নি।
মায়াজমেটিক অবস্থাঃ (মায়াজমের দোষ নষ্ট করার শক্তি): জানা যায়নি।
- ইহা একটি তরুণ জাতীয় ঔষধ। শিশু কলেরাতে ইহার ব্যবহার প্রসিদ্ধ।
মূল কথাঃ
- নির্জনতা একেবারেই অসহ্য।
- শিশু মায়ের হাত একেবারে ছাড়ে না, পাছে মাতা তাহাকে একা রেখে দেয় (কেলি কার্ব, লিলিয়াম টিগ্রিনাম, আর্স, লাইকো)।
- ভয়ানক অস্থির; এক স্থানে অনেকক্ষণ থাকিতে পারে না।
- জিহবার উপর সাদা লেপ।
- আত্মীয় স্বজনকে কাছে থাকিতে বলে।
- একস্থানে অনেকক্ষণ থাকিলে বৃদ্ধি।
- ঘনঘন জলপানে বৃদ্ধি।
-
সর্বদা সঙ্গীপূর্ণ স্থানে থাকিলে হ্রাস।
ব্যবহারস্থলঃ বমন, পাকাশয়-শুল, পাকাশয়ের ক্যান্সার, শিশু কলেরা; হৃৎশুল, হিক্কা, পচনশীল ক্ষত, শিরঃপীড়া, দন্তশুল প্রভৃতি। ক্রিয়াস্থলঃঅন্নবহা-নলীর উর ইহার প্রধান ক্রিয়া।
ক্রিয়া স্থিতিকালঃ২০-৫০ দিন।
ঔষধের পরিপন্থী বা অনিষ্টকর খাদ্য (Inimical food): উষ্ণ খাদ্য ।
লক্ষণ সূত্রঃ এম, ভট্রাচার্য্য: পৃষ্ঠা-১৭৯, এন, সি ঘোষ: পৃষ্ঠা-১৬৫, উইলিয়াম বোরিক: পৃষ্ঠা-৮৭, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: পৃষ্ঠা-২০১, অতুল কৃষ্ণ দত্ত: পৃষ্ঠা-২৩০, নীলমনি ঘটক: পৃষ্ঠা-১৪৫, ই. বি ন্যাশ: পৃষ্ঠা-৪৮৮, জে এম মিত্র: পৃষ্ঠা-১৮০, এইচ. সি এলেন: পৃষ্ঠা-৬১, জন হেনরি ক্লার্ক: পৃষ্ঠা-২৭৬।