| Anac | স্মরণ শক্তির হ্রাস, বিশেষত কোন জিনিস বা লোকের নাম মনে থাকে না। |
| Anac | সর্বদা অকথ্য ভাষায় গালাগালি ও শপথ করার ইচ্ছা। |
| Anac | মনে হয় যেন দুটি ইচ্ছা রয়েছে, একটি করতে বলে অন্যটি বারণ করে। |
| Anac | সন্দেহ প্রবণ, হতাশা ভাব, প্রত্যেক জিনিস ও মানুষকে ভয়, চলার সময় মনে হয় কেউ যেন পিছনে পিছনে আসছে, যেন কেউ চুপিচুপি কথা বলছে। |
| Anac | অদ্ভুদ স্বভাব, গুরু বিষয়ে হাস্য করে আবার হাসির বিষয়ে গম্ভীর হয়ে পড়ে। |
| Anac | পাকস্থলি খালি থাকলে বেদনা হয় কিন্তু আহার করলে উপশম। উপযোগিতা : হঠাৎ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সব কিছু স্বপ্ন বলে মনে হয়, স্মৃতিশক্তি হারানোর জন্য অত্যন্ত কষ্ট পায়, সব গোলমাল হয়ে যায়, মনে হিংসার প্রবৃত্তি জন্মায়, কুকর্মের ইচ্ছা জাগে মনে , ব্যবসায়িক কাজকর্ম অনুপযুক্ত হয়ে পড়ে । অভিশাপ দেওয়ার ও শপথ করার (যেমন—এটা করবই করব; তোর সর্বনাশ হবে ইত্যাদি)। অদম্য ইচ্ছা (ল্যাক-ক্যা; লিলি-টি; এসি-নাই। সর্বদা প্রার্থনা করে—স্ট্র্যামো)। নিজের ও অপরের প্রতি আস্থার অভাব । মনে দুইরকমের ইচ্ছাশক্তি কাজ করে—একবার কোন কাজ করতে চায় আবার পরক্ষণেই করতে গিয়ে পিছিয়ে আসে । পথচলায় উৎকণ্ঠা, মনে হয় পেছনে কেউ অনুসরণ করছে। চারপাশের সব কিছুতেই (লোকজন, জিনিস পত্র) সন্দেহ জাগে। সমস্ত ইন্দ্রিয় দুর্বল হয়ে যায় রোগী হাইপোকনড্রিয়াক (Hypochondriac)—একধরনের স্নায়ুর গোলমাল যাতে রোগী কল্পনায় অনেক কিছু ভয়ের জিনিস চিন্তা করে, বিষন্ন হয়ে পড়ে সাধারণতঃ হজমের গোলমাল থেকেই এ জিনিসের উদ্ভব। সেই সাথে অর্শরোগ ও কোষ্ঠবদ্ধতা । অদ্ভুত রকমের মেজাজ; গুরুতর ব্যাপারে হেসে ওঠে, হাসির ব্যাপারে ভীষণ গম্ভীর হয়ে পড়ে। নিজেকে দৈত্য মনে করে, অভিশাপ দিতে থাকে ও শপথ নিতে থাকে । অনুভূতি — শরীরের কোন অংশ লোহার পাত বা ফিতে দিয়ে বাঁধা আছে (ক্যাক্টাস, এসি-কার্ব; সালফ) বা কোন ভোতা কোন কিছু দিয়ে আস্তে আস্তে চাপ দিচ্ছে; যেন শরীরের ভিতরে কোথাও একটা গোঁজ ঢোকানো আছে । শিরঃপীড়া – আহারের সময় সম্পূর্ণ উপশম (সোরিন) ঐ বৃদ্ধি – রাত্রে শোয়া অবস্থায়; যখনই ঘুম আসছে সেই সময়; নড়াচড়ায় ও কাজকর্ম করলে । পাকাশয়জাত বা স্নায়ুবিক শিরঃপীড়া—যারা বসে বসে দিন কাটায় (আর্জ নাই; ব্রায়ো; নাকস) তাদের । পান-আহারের সময় গলা গন্ধ হয়ে আসে (ক্যানা-স্যাট, কাভা-কাভা, এসি-নাই)। পান-আহার খুব তাড়াতাড়ি করে, আহারকালে সব রোগলক্ষণ দূর হয় (কেলি-ফস, সোরিন)। পাকস্থলী – পেট যেন খালি, মনে হয় উপোস করে আছে খালি পেটে এই অনুভূতি আসে—আহারে উপশম হয় (চেলিডো, আয়োডি), ভুক্তদ্রব্য হজম হওয়ার সময় উপশম (ব্রাই-ও নাক্সে ঠিক এর বিপরীত)। আঁচিল – হাতের তালুতে (নেট্রাম-মি)। মলত্যাগের প্রবল ইচ্ছা মলত্যাগের চেষ্টা করলে কিন্তু মূলত্যাগ না হয়ে মলবেগ চলে যায় মনে হয় মলদ্বার অক্ষম, পক্ষাঘাগ্রস্ত সেইসাথে মলদ্বারে যেন গোঁজ দেওয়া আছে এই অনুভূতি থাকে ।(অনিয়মিত পেরিষ্টালটিক ক্রিয়া বা অতি-ক্রিয়া = নাক্স)। (পেরিষ্টালটিক মিশন = অন্ত্রে জোঁকের মত গতিবিশিষ্ট একরকমের ক্রিয়া বা স্বেচ্ছাকৃত, যাতে পাকস্থলী হতে বর্জ্য পদার্থ মলরূপে এসে বৃহদান্ত্রে জমা হয়ে মলরূপে বের হয়ে আসে ।অল্পক্রিয়ায় কোষ্ঠবদ্ধতা ও অতিক্রিয়ায় উদরাময় হয়)। সম্বন্ধ – রাস-রেডি; রাস-ট: রাস-ভেনে তুলনীয়। রোগলক্ষণ ডান হতে বায়ে যাওয়ার প্রবণতা ।লাইকো ও পালসের পরে ভাল কাজ দেয়। এনাকার্ডিয়ামের আগে ও পরে প্লাটিনা উপযোগী । শক্তি — ৩০, ২০০ হতে উচ্চশক্তি । |
![এনাকার্ডিয়াম ওরিয়েন্টেল ANACARDIUM ORIENTALE [Anac]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY3LkO1lcp97G7ushQI_lATyXfZphiAT8L2xr1diuBX1dK5FJ8mHcYnHuUHgvI_TRr2vBEYwgk0InFXtQDKgKGpSzZMBkMSmrA_TzS3mdr37z6GotrIUS9nIS1UpYcQQ9A8JPAESR_K7k94jIpxafQkOKDFEaZIFsoYM-1xSreUZ6q2woDzzKNReRJ/s72-c/dr%20azad%20matubber2.jpg)
