| Agn | ইন্দ্রিয়ের অতিরিক্ত অত্যাচারের ফলে অকাল বার্ধক্য, সম্পূর্ণ ভাবে স্বাস্থ্য ধ্বংস হওয়ার ভয়। |
| Agn | অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে ধাতুদৈর্বল্য, অল্প সময় স্থায়ী লিঙ্গ উত্থান। |
| Agn | সর্বদা বিষণ্ণ, রোগী মনে করে কাজকর্ম করে কোন লাভ নেই, কারণ শীঘ্র মৃত্যু হবে, মরে যাব, একথা বারবার বলে। |
| Agn | ঘরের ভিতরের বাতাস ঘন ও ভারি অনুভূত হয়। |
| Agn | অমনোযোগী, কোন কাজে, বিষয়ে বা পড়াশোনায় মনোযোগ দিতে পারেনা। |
| Agn | কোন বস্তুর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে মাথাব্যথার উপশম। শ্লেষ্মা প্রবণতা যে সব লোকের, তাদের পক্ষে উপযোগী । রোগী অন্যমনস্ক বোধশক্তি কমে যায়, কোন কিছু স্মরণ রাখতে পারে না, একই কথা দু’বার পড়তে হয় তবে কিছু বুঝতে পারে (লাইকো; ফস্, সিপিয়া)। “ব্যাভিচারী” তাদের ধ্বজভঙ্গ তৎসহ মোহরোগগ্রস্ত । অবিবাহিত ও স্নায়বিক দুর্বলতায় ভুগছে, তাদের পক্ষে উপযোগী । অকালবার্দ্ধক্য – বিষন্ন, উদাসীন, মানসিক বিশৃঙ্খলা, নিজেই নিজেকে ঘৃণা করে, এইরূপ অবস্থা ইন্দ্রিয়ের অপব্যবহার ও শুক্রক্ষয় থেকে হয়েছে সেইসব যুবকের পক্ষে উপযোগী । সম্পূর্ণ ধ্বজভঙ্গঃ ইন্দ্রিয় শিখিল, ঝুলে পড়ে, ঠান্ডা । কোনরকম সঙ্গমশক্তি বা ইচ্ছা থাকে না (ক্যালেডি; সেলেনি)। বারে বারে গণোরিয়ারোগে ভুগে ধ্বজভঙ্গ । গণোরিয়া চাপা পড়ে তার কুফল (মেডো)। মেহ রোগ তত্সহ সঙ্গমেচ্ছার অভাব বা লিঙ্গ উত্তেজিত হয় না । লিউকোরিয়া (প্রদর) — স্বচ্ছ কিন্তু কাপড়ে দাগ লাগে । ইন্দ্রিয় অত্যন্ত শিথিল অথচ অসাড়ে স্রাব বের হতে থাকে । স্তন্যদাত্রী মায়েদের দুগ্ধস্রাব কমে অথবা লোপ পায় (আসাফো; ল্যাক-ক্যা; ল্যাক-ডি); সেই সাথে প্রায়ই অত্যন্ত বিষন্নতা, বলেন- তিনি মারা যাবেন । হেরিং মাছ অথবা মৃগনাভির গন্ধ পাচ্ছেন— এইরূপ ভুল কল্পনা । হাঁটাচলা করলে উরুর মাঝখানে ছাল ওঠে— এই লক্ষণ এগ্নাসে সারে । সম্বন্ধ- জননেন্দ্রিয়ের দুর্বলতা ও ধ্বজভঙ্গরোগে এগ্লাসের পরে ক্যালাডিয়াম ও সেলিনিয়াম ভাল কাজ করে। শক্তি – 0,৩, ২০০। |
![এগনাস ক্যাষ্টাস্ AGNUS CASTUS [Agn]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUDhXiJ7ujFn1b0B_-LxUlYouqNTXUibfpxLOASZzVY2Wg8olcsFdlPD5vbD3Z_Sm-mSUZZtuR3BRR_Tces8IrJOXynNO-ciOwYZVO35WGxdh52vAmCpMdIV0Hf71Csw7BDEXJYu9gQV7W3oldUXm4PTlDEnY7zh12Pk8ysEkqtfZrd93uRmnQ_hEU/s72-c/germany%20homoeopathy%20clinic.jpg)
