| Aesc | পূর্ণতাঅনুভূতি, অর্শের সহিত পিঠ ব্যথা, ব্লাড সার্কুলেশন সংক্রান্ত সমস্যা। |
| Aesc | মেজাজ অত্যন্ত খিটখিটে ও মন মরা, অতীব বেয়াড়া স্বভাব, নিদ্রা হতে জাগ্রত হলে নির্জীবতা ও দুদোল্যমান অবস্থা। |
| Aesc | মলদ্বার শুষ্ক ও তাতে ছোট ছোট কাঠি বা তুষ আছে এরূপ অনুভব হয়। |
| Aesc | কোমর, ত্রিকাস্থি ও ইলিয়াক অস্থির সন্ধি স্থানে বেদনা, সামান্য নড়লে চড়লে, নীচু হলে, উঠে দাঁড়ালে বা চললে বৃদ্ধি। |
| Aesc | হাত, বাহু, পা ও মেরুদন্ডের আংশিক পক্ষাঘাত। অর্শরোগের প্রবণতাযুক্ত ব্যক্তি এবং যাহারা পাকাশয়জনিত পৈত্তিক ও সর্দিকাশির অসুখে ভোগে তাহাদের পক্ষে উপযোগী। শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত রক্তসঞ্চয় হয়েছে এরূপ পূর্ণতাবোধ যথা হৃৎপিন্ডে, ফুসফুসে, পাকস্থলীতে, মস্তিষ্কে, বস্তিদেশে এবং চর্মে। শৈরিক (যাহার মাধ্যমে De-oxygenated blood হৃৎপিণ্ডে পৌঁছায়) রক্তসঞ্চয় বিশেষতঃ যকৃৎ ও অর্শবলিতে। হতাশ, বিষন্ন, অত্যন্ত খিটখিটে, সহজেই মেজাজ হারায় ও ধীরে ধীরে শান্ত হয়; অত্যন্ত ক্রোধী (ক্যামো)। মুখ, গলা ও রেক্টামের শ্লৈষ্মিক ঝিল্লীসমূহ স্ফীত, উহাতে জ্বালাবোধ, মনে হয় যেন শুকিয়ে গেছে হেজে গেছে। সর্দি – পাতলা, জলের মত, জ্বালা থাকে, মনে হয় (নাক, গলা) হেজে গেছে—ঠাণ্ডা বায়ুতে শ্বাস নিতে অত্যানুভূতি। গলকোষ প্রদাহে – দানাসংযুক্ত, ভীষণ জ্বালা, গলা মনে হয় হেজে গেছে গলায় শুকনো ভাব ও খসখসে ভাব। বারে বারে ঢোক গিলতে চায়, জ্বালা থাকে, গলায় কাঁটা ফোটার মত, হুলবেধার মত যন্ত্রণা তৎসহ শুকনো ভাব এবং গলা যেন আটকে আসছে এরূপ অনুভূতি থাকে (এপিস; বেল)। রেকটাম — (মলদ্বারের ঠিক আগে যে অন্ত্রাংশ) ঐস্থানে শুষ্কতা ও উত্তাপবোধ মনে হয় স্থানটিতে ছোট ছোট কাঠি ফুটে আছে ছুরিকাঘাতের মত যন্ত্রণা রেক্টামের মধ্য দিয়ে যেন উপরদিকে উঠতে থাকে (ইগনে; সালফ)। অন্ধ অর্শবলি-যন্ত্রণাযুক্ত, জ্বালা থাকে, বেগুণিবর্ণ কদাচিত রক্তস্রাবী। রেক্টামে—ঘায়ের মত ব্যথা, ফুলে আছে এরূপ অনুভূতি, জ্বালা এবং চুলকায় (সালফ)। কোষ্ঠবদ্ধতা — শক্ত, শুকনো মল, কষ্টে বের হয় সেইসাথে রেক্টামে শুষ্কতা ও উত্তাপ; কোমরের নিচে ভীষণ যন্ত্রণা। মলত্যাগের পরে কয়েক ঘণ্টা ধরে রেক্টামে পূর্ণতাবোধ ও মলদ্বারে তীব্র যন্ত্রণা (এলো; ইগ্নে; মিউ-এসি, সালফ)। জরায়ু বেরিয়ে আসে—প্রদরস্রাব হাজাকর, কালচে সেইসাথে কোমরের নীচে বেদনা—হাঁটাচলায় অত্যন্ত ক্লান্তিবোধ। কোমরে ও পিঠের নীচের গ্রন্থিগুলিতে ভয়ানক ঘিনঘিনে ব্যথা—এই ব্যথা কমবেশী সবসময়ই থাকে, এতে স্যাক্রাম ও নিতম্ব আক্রান্ত হয়। গর্ভাবস্থায় পিঠে অবশভাব-চলতে গেলে, সামনে ঝুঁকলে জরায়ু বেরিয়ে আসে, তৎসহ প্রদরস্রাব হয়—এজন্য শুয়ে বসে থাকতে বাধ্য হয়। পিঠে ভারবোধ ও অবশভাব থাকে। হাতে, পায়ে ও মেরুদন্ডে পক্ষাঘাতের মত অনুভূতি। সম্বন্ধ — সমগুণ অর্শরোগে এলো, কলিনসো, ইগ্নে, মিউ-এসি, নাক্স : সালফ-এর মত। কলিনসোনি দিয়ে অর্শ উপশমিত হওয়ার পর ইস্কিউলাস আরোগ্য করে। নাক্স ও সালফারে অর্শের উপকার হয়েছে কিন্তু সারে নি, সেক্ষেত্রে ব্যবহার্য। বৃদ্ধি – চলাফেরায়; পেঠে বেদনা ও ক্ষতরোধ চলাফেরায়, সামনে ঝুঁকলে এবং ঠান্ডা বাতাসে শ্বাস নিলে । শক্তি – θ হইতে ৩, ২০০। |
![এস্কুলাস হিপপোকাস্টেনাম AESCULUS HIPPOCASTANUM [Aesc]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUDhXiJ7ujFn1b0B_-LxUlYouqNTXUibfpxLOASZzVY2Wg8olcsFdlPD5vbD3Z_Sm-mSUZZtuR3BRR_Tces8IrJOXynNO-ciOwYZVO35WGxdh52vAmCpMdIV0Hf71Csw7BDEXJYu9gQV7W3oldUXm4PTlDEnY7zh12Pk8ysEkqtfZrd93uRmnQ_hEU/s72-c/germany%20homoeopathy%20clinic.jpg)
