জরায়ুর রোগজনিত মাথার অসুস্থতা ও রজঃস্রাব হলে উপশম। |
| অর্শের সহিত অত্যন্ত কোষ্ঠবধ্যতা, মিস্টি ও টক খেতে চায়, পিপাসা থাকে ও বমিভাব। |
| বিলম্বে অনিয়মিত ভাবে রজঃস্রাব হয়, রজঃস্রাবের পুর্বে ডিম্বোকোষে ব্যথা। |
| মূত্র নালির উত্তেজনাসহ রক্তপ্রদারে অশোক উপকারি, শ্বেতপ্রদর ও বাধকের ব্যথাতেও ফল প্রদ। |
| মেরুদন্ডে ব্যথা হয়ে উদর ও হাঁটু পর্জন্ত বিস্তৃত হয়। স্ত্রী যৌনাঙ্গের উপর এই ঔষধের বিশাল কাজ আছে। রজোলোপ ও অতিরজা। মাথা — একদিকের মাথার বেদনা; জরায়ুর রোগের প্রতিবর্ত ক্রিয়া হিসাবে মাথায়। রক্তাধিক্য, মুক্ত বাতাসেও সহজভাবে ঋতুস্রাব প্রবাহে উপশম। চোখের তারা দুটিতে বেদনা; চক্ষুকোটরের উপরে বেদনা, আলোকাতঙ্ক। নাকের সর্দি, প্রচুর, জলের মত স্রাব। ঘ্রানশক্তির বিলুপ্তি। পাকস্থলী — মিষ্টি খাবার স্পৃহা, এছাড়াও অম্লজাতীয় বস্তুসমূহ। তৃষ্ণার্ত, তীব্র, বমি বমি ভাব, দুর্দমনীয় কোষ্ঠকাঠিণ্য, অর্শ। স্ত্রীরোগ – ঋতুস্রাব বিলম্বিত ও অনিয়মিত ঋতুস্রাবজনিত শূলবেদনা; রজোলোপ, ডিম্বাশয় স্থানে বেদনা, ঋতুস্রাবের পূর্ব, অতিরজঃ, প্রস্রাব থলির প্রদাহ; প্রদরস্রাব। ঘুম – ব্যাঘাত প্রাপ্ত। ভ্রমণ সম্বন্ধীয় স্বপ্ন। পিঠ – শিরদাঁড়া বরাবর বেদনা, বেদনা পেট ও ঊরু স্থান পর্যন্ত প্রসারিত হয়। শক্তি – অরিষ্ট। |
![জোনোসিয়া অশোকা JONOSIA ASOKA OR SARACA INDICA [Joan]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl39dnO0JeNJAzkyhZPSaAX2jwHMrfwJ58ZLqGKZsBRiZfkJwzwcLBoslUh8wQA835w5ccFwKz7IWbK_b6MYg-XqTwziaoFhdIjhPolg7zYQNHN3pE8g0lo20vWSK96xeU45Y03AYNzcDt_vPDvHjfJTcTQsVP2jrd8PW8ALayNDnEnFNKG9oLW5LS/s72-c/germany%20homoeopathy%20clinic.jpg)
