ব্যথাশূন্য উত্তেজনা, সুস্পষ্ট লক্ষনের অভাব, সকালে রোগের বৃদ্ধি। |
| সকল প্রদাহের প্রথম স্তরে এটি প্রযোজ্য। |
| সাধারণত শরীরের ডানদিকে আক্রান্ত হয়। |
| মুখমণ্ডল পর্যায়ক্রমে লাল ও ফ্যাঁকাসে। |
| নড়াচড়াতে বেদনার বৃদ্ধি এবং ঠান্ডায় উপশম। |
| দুধে অরুচি। |
| সর্দি লেগে বধিরতা। জ্বরের প্রাথমিক অবস্থায়; এই ঔষধটি একোনাইট ও বেলেডোনার প্রবল ক্রিয়া ও জেলসেমিয়ামের অপ্রবলক্রিয়া ও দুর্বলতার মধ্যবর্তী স্থান অবলম্বন করে। আদর্শ ফেরামফস রোগী সম্পূর্ণ রক্তপূর্ণ ও শক্তিশালী নয়; কিন্তু স্নায়বিক, অনুভূতি প্রবণ, রক্তাল্পতা তৎসহ অলীক রক্তবর্ধিক্য ও সহজেই রক্তিমাভ। দুর্বলতা সুস্পষ্টভাবে বর্তমান থাকে; মুখমন্ডল জেলসেমিয়ামের থেকে বেশী মাত্রায় সতেজ। এই ঔষধের বাহ্যিক রক্তিমাভা; জেলসেমিয়ামের মত কৃষ্ণাভি রক্তবর্ণের নয়। নাড়ী কোমল ও প্রবহমান, একোনাইটের মত উদ্বেগপূর্ণ অস্থিরতা দেখা যায় না। বুকের রোগে আক্রান্ত হবার প্রবণতা যুক্ত। বাড়ন্ত শিশুদের ব্রঙ্কাইটিস। টি.বি. রোগের তরুন উচ্ছাসের ক্ষেত্রে এটি একটি উপশমকারী ঔষধবিশেষ। গ্রভোলের অক্সিজিনয়েড ঋতুর সমকক্ষ। প্ৰদাহিত অবস্থা, জ্বর, শীর্ণতা, ক্ষয়প্রাপ্তিযুক্ত ক্ষয় রোগ এই ঔষধের মধ্যে দেখা যায়। সকল প্রকার জ্বর অবস্থার প্রথম ঔষধ এবং রসনিঃসরনের পূর্বে প্রদাহিক অবস্থা; বিশেষতঃ শ্বাস-প্রশ্বাস যন্ত্রের সর্দিজ অবস্থা। ফেরাম ফস ৩x বিচুর্ণ রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে থাকে। ফ্যাকাসে, রক্তাল্পতা যুক্ত ব্যক্তি, তৎসহ তীব্র স্থানিক রক্তাধিক্য। শরীরের যেকোন মুখ থেকে রক্তস্রাব হোক, তা উজ্বল লাল বর্ণের হয়ে থাকে। মাথা — স্পর্শে, ঠান্ডা, শব্দে ও ঝাঁকুনিতে মাথায় টাটানি। মাথায় রক্তাধিক্য। সূর্যের উত্তাপের কুফল। দপদপকর অনুভূতি। মাথাঘোরা। মাথায় যন্ত্রনা ঠান্ডা প্রলেপে উপশম। চোখ – লাল, প্রদাহিত, তৎসহ জ্বালাকর অনুভূতি। চোখের পাতার নীচে বালুকনা থাকার ন্যায় অনুভূতি। কনীনিকার রক্তাধিক্য, তৎসহ ঝাপসা দৃষ্টি। কান – কানের ভিতর শব্দ। দপদপানি। কানের প্রদাহের প্রাথমিক অবস্থা। টিমপ্যানিক মেমব্রেন লাল ও ফোলা। কানের তরুন প্রদাহ: যে ক্ষেত্রে বেলেডোনা পারে না। যেখানে ফেরাম ফস পুঁজোৎপত্তি রোধ করে। নাক – মাথায় ঠান্ডা লাগার প্রথমাবস্থা সর্দি লাগার প্রবণতা যুক্ত। নাক দিয়ে রক্তস্রাব; উজ্বল, লালবর্ণের রক্ত। মুখমন্ডল – রক্তিমাভ; গাল লালবর্ণ ও উত্তপ্ত। গায়ের বর্ণ রক্তিমাভ। মুখমন্ডলীয় স্নায়ুশূল; মাথা নাড়ালে ও মাথা ঝোঁকালে বৃদ্ধি। গলা — মুখগহ্বর উষ্ণ; গলকোষ লাল, প্রদাহিত। গলায় ক্ষতযুক্ত টাটানি। টনসিলদ্বয় লাল ও স্ফীত, কর্ণনল প্রদাহিত। গায়কদের গলক্ষত। কণ্ঠনলীর নাতি প্রবন জাতীয় প্রদাহ তৎসহ গলকোষ প্রদাহিত ও লালবর্ণ (২x)। গলা ও নাকের অস্ত্রোপচারের পরে রক্তস্রাব বন্ধ করার জন্য এবং টাটানি ব্যথা কমাবার জন্য এই ঔষধ ব্যবহার হয়। ডিথিরিয়া রোগের প্রথমাবস্থা। রক্তপ্রধান ধাতু বিশিষ্ট ব্যক্তির জিহ্বার অর্বুদ। পাকস্থলী – মাংস ও দুধে অনিচ্ছা উত্তেজক জাতীয় খাদ্যবস্তুর প্রতি আগ্রহ। অজীর্ণ খাদ্যবস্তুর বমন। উজ্জ্বল লাল বর্ণের রক্ত বমন। টক ঢেকুর। উদর – অস্ত্রাবরক ঝিল্লী প্রদাহের প্রথমাবস্থা। অর্শ। মল জলের মত, রক্ত ও অজীর্ণ খাদ্যবস্তু যুক্ত। আমাশয়ের প্রথমাবস্থা, তৎসহ রক্ত স্রাব। প্রস্রাব সম্বন্ধীয় যন্ত্রসমূহ — প্রতিবার কাশির সময় প্রস্রাব ফিনকি দিয়ে বেরিয়ে আসে। অনিচ্ছায় প্রস্রাব। প্রস্রাব থলির গ্রীবাদেশে অস্বস্তি। প্রচুর প্রস্রাব। দিনের বেলা অসাড়ে প্রস্রাব। স্ত্রীরোগ – প্রতি তিন সপ্তাহ পর পর প্রস্রাব তৎসহ নীচের দিকে কিছু ঠেলে বেরিয়ে আসার ন্যায় অনুভূতি এবং মাথার তালুতে বেদনা। যোনিপথের আক্ষেপ। যোনিপথ শুষ্ক ও উষ্ণ। শ্বাস-প্রশ্বাস যন্ত্রসমূহ – সকল প্রদাহিক অবস্থার প্রথমাবস্থা। ফুসফুসের রক্তাধিক্য। কাশির সঙ্গে রক্ত আসে। ছোট ছোট, যন্ত্রনাদায়ক, সুড়সুড় কর কাশির ধমক। ঘুংড়ি কাশি। কঠিন, শুষ্ক কাশি, তৎসহ বুকের টাটানি। স্বরভঙ্গ। নিউমোনিয়া রোগে তাজা রক্ত উঠে। (মিলিফোলিয়াম)। কাশি, রাত্রে উপশম। হৃদপিন্ড – হৃদকম্প, নারী দ্রুত। হৃদরোগের প্রথমাবস্থা। নাড়ী ক্ষনস্থায়ী, দ্রুত ও কোমল। অঙ্গ-প্রত্যঙ্গ – ঘাড়ের আড়ষ্টতা। সন্ধিজাত। পিঠের হঠাৎ আড়ষ্টতা। কাঁধে বাতজ বেদনা; বেদনা বুক ও কজি পর্যন্ত প্রসারিত হয়। আঙ্গুল হাড়া। হাতের তালু গরম। হাতগুলি স্ফীত ও বেদনাদায়ক। ঘুম — অস্থিরতা ও নিদ্রাহীণতা। উদ্বেগপূর্ণ স্বপ্ন। রক্তকল্প ব্যক্তিদের রাত্রিকালীন ঘাম। জ্বর – দৈনিক দুপুর ১টার সময় শীতবোধ। সকল প্রকার সর্দিজ ও প্রদাহিক জ্বর; প্রথমাবস্থা। কমা-বাড়া-বৃদ্ধি – রাত্রে, ভোর ৪টে থেকে সকাল ৬টা স্পর্শে, ঝাঁকুনি, নড়াচড়া, ডানদিকে। উপশম — ঠান্ডা প্রলেপে। সম্বন্ধ-তুলনীয় – (অক্সিজিনয়েড ধাতু)। একোনাইট, চায়না, আর্সেনিক, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম। ফেরাম পাইরোফসফরাস, (মস্তিষ্কের রক্তাধিক্য এবং মাথার বেদনা, প্রচুর রক্তপাতের পরে; একোনাইট; জেলসিমিয়াম; চায়না। |
![ফেরাম ফসফেরিকাম FERRUM PHOSPHORICUM [Ferr-p]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLrH4MCu9C6k7KolSxItaYu9dohGQtTobcZLjw7uCwKAOD67Z1xQ0fLK8QWSfdb3MRIsJLCx76mBzEy3KTjdIMs-EKa4uE7hkal1NiseQ92_58PD82rOgBJL1-0G46-LNlt61p9cZWUslCF7Tnzr-oE_lpx9sClklqhDU2Z6NrR91MvBbBkArgxb0U/s72-c/dr%20azad%20matubber2.jpg)
