স্তনে ক্যানসারের সহিত বগলের গ্লান্ড ফোলা ও ব্যথা, স্তনবৃন্ত ফাটা। |
| মুখের ডান কোণ ফাটা ও তাতে অত্যন্ত ব্যথা। |
| একটি কালো সাপ তার নিকটে আছে এরুপ মনে করে। |
| মাথা ঘুরালে বা ঝুঁকালে মাথা ঘুরে। |
| মাথার বাম অর্ধেকে ব্যথা ও বড় মনে হয়, |
| নাক বা জিহ্বার অগ্রভাগে উদ্ভেদ। পাকাশয়িক ক্রিয়ার উন্নতি ঘটায় এই ঔষধ এবং এর ফলে শরীরের সাবির্বক উন্নতি ঘটে। ক্যান্সার সহ পাকস্থলীর শূল বেদনায় এই ঔষধ উপশম প্রদান করে। পাকাসয়িক গ্রন্থি সমূহের রস ক্ষরনের পরিমানের উন্নতি সাধন করে শিরাস্ফীতি জনিত ক্ষত। লুপাস। মুখগহ্বরের কোনগুলিতে যন্ত্রনাদায়ক ফাটা, এই লক্ষনটি এই ঔষধের একটি পথপ্রদর্শক লক্ষণ বিশেষ। পাকাশয়িক প্রদাহ, সিফিলিস ও ক্যান্সার। অবুদসমূহ, অন্ননলীর সংকীর্ণতা। এই ঔষধের সারাংশ বা অ্যাকটিভ প্রিনস্যাপ (কন্ডুর্যাঙ্গিণ) লোকোমোটর অ্যাটাক্সিয়া রোগ তৈরী করে থাকে। পাকস্থলী — পাকস্থলী যন্ত্রনাদায়ক উপসর্গ, ক্ষততাভুক্ত খাদ্য বস্তুর বমন ও ভনিতা, অবিরাম জ্বালাকর যন্ত্রনা। খাদ্যনলীর সংকীর্ণতা, তৎসহ বৃক্কাস্থির পিছনের অংশে জ্বালাকর যন্ত্রনা। যেখানে খাবার আটকিয়ে আছে বলে মনে হয়। খাদ্যবস্তুর বমন এবং পেটের উপরের অংশের বামদিকের কঠিণতা তৎসহ অবিরাম জ্বালাকর বেদনা। চামড়া – চামড়া ও শ্লৈষ্মিক ঝিল্লীর মিলনস্থলে থাকা নির্গমনদ্বারে ফাটা সমূহ। ঠোঁটে অথবা মলদ্বারে এপিথিলিয়েম্যা। ক্যান্সার রোগে ক্ষতাবস্থায় যখন ফাটা সমূহ দেখা দেয়। সম্বন্ধ – তুলনীয়-এক্টারিয়াস, কোনিয়াম; হাইড্রাসটিস, আর্সেনিক। শক্তি – অরিট অথবা ছাল, পাঁচ গ্রেন মাত্রায় প্রতি বার খাবার আগে জলের সঙ্গে মিশিয়ে। অর্বুদের ক্ষেত্রে ৩০ শক্তি। |
![কন্ডুর্যাঙ্গো CONDURANGO [Cond]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg195nb2Ood3uoFhi3MGXK1DfBtUScmUDQG1qdyi8diW89FdyA0Dsmex2aPrBw0EjIpHGSm_ABx7Dr6xsxTYn1hk7AiLbW-b2-VlXKc4Ko9qX22mejB79VG9Vavlv_gaqPq54qlZjsdP71T0k0j_S3paZIqQ1VFFwSbyoQYCezSxI0jv29B2iFXIRo0/s72-c/germany%20homoeopathy%20clinic.jpg)
