চোখের মনির ভিতর সাদা হয়ে গেলে বিশেষ উপকারী। লিভারের রক্তাধিক্য যদি সহজে দূর না হয় বা লিভারের ক্যানসার হয়েছে বলে সন্দেহ হলে এটি অতি ফলপ্রদ ঔষধ, ডাঃ বার্নেট এ ঔষধ দ্বারা বহু লিভারের ক্যানসার আরোগ্য করেছেন।
যকৃতের ক্যান্সার। যকৃতে দুর্দমনীয় জাতীয় রক্তাধিক্য। শরীরের পাশের দিকে জ্বালাকর যন্ত্রণা; হাঁটার সময় হাতদুটি শরীরের ধার থেকে সরিয়ে রাখে, নইলে তীব্র আঘাত লাগে। চোখের দৃষ্টির অস্বচ্ছতা, জন্ডিস; পিত্ত পাথুরি। কোলেষ্টেরাইন, লিসিথিনের বিপরীত ধর্মী। অনুমান করা হয় উভয় ঔষধই, শরীরের অজানা অংশের হওয়া অর্বুদের উপর কাজ করে। পিত্তপাথুরি ও অনিদ্রা।
সম্বন্ধ – তুলীয়-টিউরোকোলেট অফ সোড়া-হোমিওপ্যাথিতে ডাঃ আই. পি. টেসিয়াং তাঁর এক অত্যন্ত আকর্ষক অনুসন্ধ্যানে দেখেছেন যে, পিত্ত এবং এর বিভিন্ন ধরণের লবণ, যকৃতের উপসর্গসমূহ প্রকৃতির উপর বেশ কয়েকবার পরীক্ষা করে দেখেছেন যে টিউটকোলেট অফ সোডা, হোমিওপ্যাথির একটি উল্লেখযোগ্য ঔষধ বিশেষ করে হাইপোগ্লোবিউলার অ্যানিমিয়ার ক্ষেত্রে। এই ঔষধের বিষাক্ততা, পরিষ্কার করে তা প্রমান করে দেয়, এবং এছাড়াও এটি প্লীহার বিবৃদ্ধির একটি ঔষধ বিশেষ। তিনি তাঁর জ্ঞান থেকে আমাদের আরো বলেছেন যে, এই ঔষধটি শ্বাসকষ্ট, ফুসফুসের তরুন শোথ, এবং প্রচন্ড জোরে-জোরে হৃদস্পন্দন উৎপন্ন করে।
শক্তি – ৩য় শক্তি।
![কেলোষ্ট্রিনাম CHOLESTERINUM [Chol]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtCQ-CigGrGyiIKN8-Py3fh6TW7gFjF8yMX201z295lnn42Z7jOs4cnyGQD4cBf_RULBtZPdwBI4jTeEsgJ8bApLuJdBtxltUiY5jk0WBCudhWp-iY80yTPzBbG45hA71rayiSDE9uZ2ZXwhBxl3GRMqes2b35-7o-2cVxoyTVGKERJrijBfmUzS5q/s72-c/dr%20azad%20matubber.jpg)
